বীরভূম: কেন্দ্রীয় বাজেট নিয়ে তীব্র আক্রমণ মমতার (Mamata Banerjee)। এই বাজেটে (Union Budget 2023) গরিবের কোনও উপকার হবে না বলে দাবি মমতা। বীরভূমে সভা থেকে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর। 


মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এই বাজেটে আশার আলো নেই, অন্ধকারের অমাবস্যা আছে। এটা অপরচুনিস্টিক বাজেট।' তাঁর দাবি, 'বাজেটে একশ্রেণির লাভ, দরিদ্ররা বঞ্চিত হয়েছে।'


আয়করে কটাক্ষ:
এই বছর আয়করে (Income Tax) ছাড় দেওয়া হয়েছে। তা নিয়ে তুমুল আলোচনা চলছে দেশজুড়ে। কিন্তু তা নিয়ে তীব্র কটাক্ষ করলেন মমতা। তিনি বলেন, 'মুদ্রাস্ফীতি হয়েছে, আয়করে ছাড় দিয়ে লাভ নেই।'


আবাস যোজনা নিয়ে তোপ:
এই বাজেটে আবাস যোজনার বিপুল বরাদ্দ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। সেই প্রসঙ্গ টেনে মমতা বলেন, 'রাজ্যের টাকা কেন্দ্রের কাছে জমা পড়ূবে, সেখান থেকে রাজ্যের টাকা ফিরিয়ে দেওয়া হবে। আমার টাকা আমি জমা করছি। সেই টাকা ওরা ফিরিয়ে দেবে। ওরা সেই টাকা দেয় না।'


কেন্দ্রকে নিশানা:
এদিন মমতা বলেন, 'সত্যিকারের চোরডাকাতের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আপত্তি নেই। কাল সারা দেশ জুড়ে রেইড হয়েছে। কেন টাকা নেই বুঝি? লোকের পকেট মারতে হবে?'


গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে তোপ:
বীরভূমের সভা থেকে বাজেট নিয়ে তোপ দেগেছেন মমতা। তাঁর বক্তব্যে উঠে এসেছে রান্নার গ্যাস সিলিন্ডারের দামের প্রসঙ্গও। তিনি বলেন, 'কত দাম মা-বোনেরা, গ্যাসের সিলিন্ডারের একটার দাম? ১১০০ টাকা? ১১২০ টাকা? ১১৭০ টাকা? বাড়িয়েছে ৭০ টাকা। আর কমিয়েছে ৪ টাকা! এবার বলবে কমালো কে? পাচ্ছেন আপনারা বিনা পয়সায় গ্যাস উজালায়? যাদের দিয়েছিল ভোটের আগে?...না! এই বাজেট নট ফিউচারাস্টিক! এটা হচ্ছে টোটাল অপরচুনিস্টিক এই বাজেট!' তিনি বলেন, 'সেল্ফ হেল্প গ্রুপ - বলছে আমরা সারা ভারত বর্ষে ৮১ লক্ষ করব। সেল্প হেল্প গ্রুপ তো কেন্দ্র করে না, করে তো রাজ্য। আমরা যখন ক্ষমতায় আসি এখানে ছিল ১ লক্ষ। আমরাই ১১ বছরে করেছি ১১ লক্ষ। ওটাকেই যুক্ত করে বলছে। রাজ্যগুলো যা করে, যুক্ত করে বলছে। তোমার ক্রেডিট কোথায়? তুমি সেল্ফ হেল্প গ্রুপকে ক্রেডিট পর্যন্ত ঠিক মতো দাও না। লজ্জা করে না?' কৃষকদের জন্য, বেকারদের জন্য কিছুই করা হয়নি বলে তোপ মমতার। জিনিসপত্রের দাম বৃদ্ধির জন্য কেন্দ্র কী করেছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এদিন মমতা তুলে আনেন কালো টাকা প্রসঙ্গও। তিনি বলেন, 'আজ পর্যন্ত কোনও কথা রাখতে পেরেছে কেন্দ্রীয় সরকার? প্রথমবার ক্ষমতায় আসার পরে বলেছিল, প্রত্যেক মানুষকে ১৫ লক্ষ টাকা দেওয়া হবে। তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। পেয়েছেন কেউ? পেয়েছেন কেউ? পাননি। কী বলা হয়েছিল? বলেছিল, ২ কোটি লোকের চাকরি দেওয়া হবে। ৪০ শতাংশ চাকরি কমে গেছে।'


'কেষ্ট'হীন বীরভূমে মমতা:
অনুব্রতহীন বীরভূমে আজ প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী।সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা উপলক্ষ্যে কোথাও অনুব্রত মণ্ডলের ছবি দেখা না গেলেও, এদিন সরকারি সভায় আসা তৃণমূল কর্মীদের হাতে দেখা গেল গরুপাচার মামলায় জেলবন্দি তৃণমূল জেলা সভাপতির কাটআউট। বোলপুরের ডাকবাংলো মাঠে আজ একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এরপর বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা প্রদান করবেন। আগামীকাল বর্ধমানে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী।


আরও পড়ুন: ১৩ ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদ, কথা কাটাকাটিতে জড়ালেন কুন্তল-গোপাল?