কলকাতা: বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়ে প্রথম বার ব্যবহার। সেই যে শুরু হয়েছিল, এখন সরকারি শুভেচ্ছাবার্তাতেও অভিনন্দনের জায়গায় 'শুভনন্দন' লেখা হয়। সেই নিয়ে বিরোধী শিবিরের রাজনীতিকরা কটাক্ষ করলেও 'শুভনন্দন' বলা বন্ধ করেননি মমতা। অভিনন্দনের জায়গায় কেন 'শুভনন্দন' বলেন তিনি, এবার খোলসা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (Mamata Banerjee)
বুধবার 'ছাত্রসপ্তাহ' সমাবেশের সমাপ্তি অনুষ্ঠান ছিল। সেখানে বক্তৃতা করতে গিয়েই 'শুভনন্দন' বলার কারণ ব্যাখ্যা করলেন মমতা। এদিন তিনি বলেন, "১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত ছাত্রসপ্তাহ পালন করি আমরা। স্কুলে স্কুলে বিভিন্ন কর্মসূচি হয়। এটা উৎসবের সময়, সকলে ব্যস্ত থাকেন। আজ সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যসচিব যখন ভাষণ দিচ্ছিলেন, একটা শব্দ কানে এল আমার। উনি বললেন, এটা সমাপনী অনুষ্ঠান।" (Kolkata News)
মমতা আরও বলেন, "সমাপনী কিন্তু ভুল শব্দ নয়। এটা একটা নতুন শব্দ। যেহেতু নতুন শব্দ, তাই সঙ্গে সঙ্গে কানে এসেছে। আমি যেমন অভিনন্দনের জায়গায় শুভনন্দন বললাম। শুভনন্দন বলাই যায়। অসুবিধের কিছু নেই। ভাষা তো বিস্তৃত হয়! ভাষার বিস্তার আছে অনেক। এভাবেই তাই অভিনন্দন জানাই সকলকে।" এর আগে শুভনন্দন ব্যবহার করতে গিয়ে মমতার ব্যাখ্যা ছিল, "নতুন কথার আমদানি করতে হবে। শুভকামনা, অভিনন্দন যদি চলতে পারে, শুভনন্দন কেন নয়?"
এদিনের সমাবেশে মমতা নিজের ছোটবেলাতেও ফিরে যান। তিনি জানান, একদিন সকলেই ছাত্রছাত্রী ছিলেন। তাঁরাও কলেজ, ইউনিভার্সিটি পেরিয়ে এসেছেন। ঠেকতে ঠেকতেই শিখতে হয়। মমতা জানান, তিনি যখন পড়াশোনা করেন, তাঁর কাছে সুযোগ ছিল না কোনও। বাবা মারা যান ছোটবেলায়। অনেক কষ্ট করে পড়াশোনা করেছেন তিনি। অনেক বাধা পেরোতে হয়েছে তাঁকে। সংসার পরিচালনাও করতে হয়েছে।
মমতা জানান, সবাই তাঁর জন্মদিন পালন করলেও, এখন জন্মই হয়নি বলে মনে করেন তিনি নিজে। বলেন, "আমি মনে করি, আমি এখনও জন্মাইনি। আমার একটা কবিতা আছে, 'জন্ম হবে সেদিন, পৃথিবী থেকে বিদায় নেব যেদিন'। এটাই আমার ভাবনা। আমি নিজের নামও রাখিনি, বয়সও লিখিনি, পদবীও ঠিক করিনি। অনেকে শুভ জন্মদিন বলেন। আমার কিন্তু দিনটা পছন্দের নয় মোটের। বাব-মা সার্টিফিকেটে বসিয়ে গিয়েছেন তারিখ।" সার্টিফিকেটে দাদার সঙ্গে তাঁর বয়সের ফারাক মাত্র ছ'মাস বলে জানান। সেই সময় বাড়িতেই সন্তান প্রসব করতেন মহিলারা। তিনিও বাড়িতেই জন্মেছেন এবং মুখের কথাতেই বয়স বসিয়ে দেওয়া হয়েছে বলে জানান। তাঁর বয়সও পাঁচ বছর বাড়িয়ে দেখানো হয়েছে বলে জানান মমতা।