সঞ্চয়ন মিত্র, জয়ন্ত পাল ও সৌমিত্র রায়, কলকাতা : কালীঘাটে পদ্ম ফোটাতে পারেনি বলেই এসব করছে। বালিগঞ্জে টাকা উদ্ধারকাণ্ডে (Ballygung Money Recovery) এভাবেই নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন মুখ্য়মন্ত্রীর ভাই কার্তিক বন্দ্য়োপাধ্য়ায় (Kartick Banerjee)। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।


বালিগঞ্জে টাকা উদ্ধারকাণ্ডে এবার চাঞ্চল্য়কর মোড় ! কোটি টাকার সাসপেন্সে এবার জুড়ল ঘোড়া কেনাবেচার প্রসঙ্গও ! বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্য়োপাধ্য়ায়। বালিগঞ্জে ED-র অভিযানে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় উঠে এসেছে তৃণমূল নেতা ও ব্যবসায়ী মনজিত সিং গ্রেওয়ালের নাম ! বৃহস্পতিবার ইডির তরফে প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, অত্যন্ত প্রভাবশালী এক রাজনৈতিক ব্যক্তিত্ব, কয়লা পাচারের টাকা, তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী মনজিৎ সিং গ্রেওয়াল ওরফে জিট্টি ভাইয়ের মাধ্যমে পাচারের চেষ্টা করছিলেন।


এরপরই এই মনজিৎ সিং গ্রেওয়ালের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ছবি প্রকাশ্যে এনে আক্রমণ শানাতে শুরু করেন বিজেপি নেতারা। ২৪ ঘণ্টার মধ্য়েই এনিয়ে পাল্টা মুখ খুলে বিস্ফোরক দাবি করলেন মুখ্য়মন্ত্রীর ভাই কার্তিক বন্দ্য়োপাধ্য়ায়। তিনি বলেন, "বিজেপি সব ভুলভাল নেতাদের নিয়ে চলছে, বিজেপি কী করে ভাল দিন দেখবে, কালীঘাটে পদ্ম ফোটাতে চেয়েছিল, পারেনি বলেই এসব করছে। এরা প্রচুর মানুষকে লোভ দেখিয়ে বিজেপিতে নিয়ে গেছিল। পরে তাঁদের ফোনও ধরে না। এদের কাছে কোনও তথ্যই তো নেই। আসলে কিছু করতে না পেরে, এগুলো বলছে।"

প্রসঙ্গত, কালীঘাটে পদ্ম ফোটানোর হুঁশিয়ারি অতীতে একাধিকবার শোনা গেছে শুভেন্দু অধিকারীর মুখে। তিনি বলেছেন, ১৬ ফেব্রুয়ারির আগে মাননীয়ার বাড়িতেও ফুল ফোটাব।

এই প্রেক্ষাপটে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, কার্তিক বন্দ্য়োপাধ্য়ায় কি মেনে নিলেন, যে কালীঘাটে পদ্ম ফোটানোর চেষ্টা হয়েছিল ? কাকে পদ্মশিবিরে টানার চেষ্টা হয়েছিল ? তার সঙ্গে কি ED'র এই অভিযানের সম্পর্ক রয়েছে ? মুখ্য়মন্ত্রীর ভাই কি বিরোধী দলনেতার বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করার অভিযোগ তুললেন ? বিজেপির গলায় অবশ্য় এসব নিয়ে কটাক্ষের সুর।


বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, "আসল কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের লোকেরা ভয়ে ভীত। মুখ্যমন্ত্রীর ভাইয়েরা ভয়ে ভীত। যার জন্য তাঁরা আগাম বিভিন্ন আশঙ্কাপ্রকাশ করে কথাবার্তা বলতে শুরু করেছেন। এটা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার সঙ্কেত বলে প্রাথমিকভাবে মনে করি।" 

কলকাতার বুকে টাকা উদ্ধারের দু'দিন পরও তা নিয়ে সরগরম রাজনীতি।