মেদিনীপুর: বাজেটে রাজ্যে বিপুল কর্মসংস্থানের ঘোষণা হয়েছে একদিন আগেই। ফের একবার 'ভবিষ্যৎ' প্রকল্পের কথা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানালেন, আগামী পাঁচ বছরের জন্য 'ভবিষ্যৎ' প্রকল্প আনছে তাঁর সরকার। তার আওতায় ব্যবসার জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন দেশের যুবসমাজ। আর তাঁদের হয়ে গ্যারান্টার হবে রাজ্য সরকার। ব্যবসা শুরুর জন্য় প্রয়োজনীয় টাকাও দিয়ে দেবে রাজ্য (Bhobisyot Credit Card Scheme)। 


আগামী পাঁচ বছরের জন্য 'ভবিষ্যৎ' প্রকল্প আনছে রাজ্য সরকার


দু'দিনের জঙ্গলমহল সফরে গিয়েছেন মমতা (Jungle Mahals)। বৃহস্পতিবার সেখানে মেদিনীপুর (Panchayat Elections 2023) কলেজের মাঠে সভা করেন। মমতা বলেন, "আগামী পাঁচ বছর ২ লক্ষ যুবক, যাঁরা ব্যবসা করতে চান, তাঁদের ৫ লক্ষ টাকার স্মার্ট কার্ড দেওয়া হবে। এর নাম ভবিষ্যৎ। সেটি দিয়ে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে। সরকার তাঁদের হয়ে গ্যারান্টারের ভূমিকায় থাকবে। ২৫ হাজার টাকার সিডমানিও (ব্যবসা শুরুর পুঁজি) দিয়ে দেবে রাজ্য।"


মমতা জানান, এই প্রকল্পের নাম রাখা হয়েছে ভবিষ্যৎ। ব্যবসায় ইচ্ছুক যুবসমাজ আবেদন করতে পারেন। দোকান, হোটেল বা অন্য যে কোনও ব্যবসা করা যাবে ওই ঋণের টাকায়। মমতা বলেন, "মানুুষকে জীবনের সুরক্ষাপ্রদানই আমাদের কাজ। আপনারা সুরক্ষিত থাকলে, তবেই ভাল থাকব আমরা।"


আরও পড়ুন: Mamata Banerjee: ‘এটা পেলাম, ওটা চাই...টাকা কোথায়! জাদুকর তো নই!’ জঙ্গলমহলে মমতা


মেদিনীপুরের সভা থেকে মমতা জানান, এ দিনই ৪৭ হাজার ছেলেমেয়েকে 'সবুজ সাথী' প্রকল্পের আওতায় সাইকেল দেওয়া হবে। ৪৬ হাজার মানুষকে নতুন করে 'লক্ষ্মীর ভাণ্ডার' দেওয়া হবে। 'খাদ্যসাথী'র সুবিধা পাবেন ২৫ হাজার। ৩৬ হাজার মানুষ 'স্বাস্থ্যসাথী'র সুবিধা পাবেন। 'কন্যাশ্রী' দেওয়া হবে ১৮ হাজার পড়ুয়াদের। ৬৪ হাজারের বেশি মানুষকে 'কৃষকবন্ধু' এবং ৬১ হাজারের বেশি মানুষকে সামাজিক সুরক্ষা যোজনার আওতায় আনা হবে বলে জানান।


আবাস যোজনা  নিয়ে কেন্দ্রকে এ দিন তীব্র ভর্ৎসনা করেন মমতা


আবাস যোজনা (Awas Yojana) নিয়ে কেন্দ্রকে এ দিন তীব্র ভর্ৎসনা করেন মমতা। তাঁর দাবি, আবাস যোজনা কেন্দ্রের একার প্রকল্প নয়। রাজ্য সরকার এবং কেন্দ্র মিলে কাজটা করে। কিন্তু রাজ্য থেকে তুলে নিয়ে যাওয়া টাকারই ভাগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন মমতা। তিনি বলেন,  "আমরা ১১ হাজার ৫০০ কিলোমিটার রাস্তা তৈরি করছি। গ্রামের রাস্তাগুলি খারাপ হয়েছে। কেন্দ্রীয় সরকার কোনও টাকা দিচ্ছে না। আবাস যোজনার টাকা শুধু প্রধানমন্ত্রীর নয়। রাজ্য-কেন্দ্র মিলে করে। রাজ্য থেকে জিএসটি-র টাকা তুলে নিয়ে যায় কেন্দ্র। সেই টাকারই ভাগ দেয় না।"