মেদিনীপুর: একদিন আগেই বাজেটে রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বাড়ানোর ঘোষণা হয়েছে। বিপুল কর্মসংস্থানেরও ঘোষণা করেছে তাঁর সরকার। তার পরও ক্ষোভ জানিয়েছেন সাধারণ মানুষের একাংশ। সেই আবহেই এ বার রাজ্য সরকারের 'অসহায়তা'র কথা শোনালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর দাবি, শুধু এটা পেলাম, ওটা দাও বললে হয় না, টাকার জোগাড়ও হওয়া চাই। কিন্তু কেন্দ্র টাকাই দেয় না (Panchayat Elections 2023)। 


রাজ্য সরকারের 'অসহায়তা'র কথা শোনালেন বাংলার মুখ্যমন্ত্রী


দু'দিনের জঙ্গলমহল সফরে গিয়েছেন মমতা (Jungle Mahals)। বৃহস্পতিবার সেখানে মেদিনীপুর (Panchayat Elections 2023) কলেজের মাঠে সভা করেন। মমতা বলেন, "প্রত্যেক জাতির নিজের নিজের সমস্যা রয়েছে। সেগুলির সমাধানও করতে হবে। কিন্তু আমরা তো জাদুকর নই! টাকাটাও জোগাড় করতে হবে। অনেকে বলেন, এটা পেলাম, ওটা দাও।  আরে যেটা পেলে, সেটাকেও ধরে রাখতে হবে। সেটা কোথা থেকে জোগাড় হবে? কেন্দ্র টাকা দিচ্ছে না। বঞ্চনা করছে আর মিথ্যে কথা বলছে।"


কেন্দ্রের কাছ থেকে বকেয়া টাকা না পাওয়া নিয়ে রাজ্যের বিজেপি নেতাদেরও নিশানা করেন মমতা। বলেন, "বিজেপি নেতারা গিয়ে বলছেন, রাস্তার টাকা দিও না, জলের টাকা দিও না, বাড়ির টাকা দিও না, ১০০ দিনের কাজের টাকা দিও না। মানুষ উপকৃত হলে আমরা কী করে ভোট চাইব! আমি বলি, তোমাদের লজ্জা থাকা উচিত। কারণ এগুলো মানুষের টাকা, তোমাদের নয়। জনগণের করের টাকা তুলে নিয়ে যায় দিল্লি।"


আরও পড়ুন: Mamata Banerjee: আবাস যোজনার টাকা শুধু প্রধানমন্ত্রীর নয়, কেন্দ্রকে তোপ মমতার


রাজ্যের পাওনা কেন্দ্র আটকে রেখেছে বলে আগেও সরব হয়েছেন মমতা


পণ্য ও পরিষেবা বাবদ রাজ্যের পাওনা কেন্দ্র আটকে রেখেছে বলে আগেও সরব হয়েছেন মমতা। এ দিনও ফের তা নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেন তিনি। বলেন, "আগে রাজ্য কর সংগ্রহ করত। এখন করে না। কাপড় কিনতে গেলেও জিএসটি কেটে নেয়। কেন্দ্র পায় সেই টাকা। আমাদের রাজ্যের ভাগটা পর্যন্ত দেয় না। তার পরও আমরা একমাত্র রাজ্য, গর্ব করে বলতে পারি, সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে মানুষকে মালার মতো একই সূত্রে গেঁথে রেখেছি। মানুষের ভাল থাকা, তাঁদের ভাল রাখা জরুরি। মানুষ ভাল না থাকলে, আমরা ভাল থাকব কী করে!"