কলকাতা: সম্প্রতি একাধিক কাণ্ড নিয়ে উত্তাল হয়েছে রাজ্যে। রামপুরহাট (Rampurhat), ঝালদার (Jhalda) ঘটনা থেকে বিরোধীদের প্রতিবাদ নিয়ে একাধিকবার অশান্ত হয়েছে বাংলা। সেই সব প্রসঙ্গের পাশাপাশি ইউক্রেন (Ukraine) থেকে ফেরত পড়ুয়াদের ভবিষ্যত নিয়ে এবার কেন্দ্রকেই দুষলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তিনি বলেন, ‘ইউক্রেন ফেরত পড়ুয়াদের পড়ানোর টাকা নেই কেন্দ্রের কাছে’। 


আর কী জানালেন মুখ্যমন্ত্রী? 



  • ‘ইউক্রেন থেকে রাজ্যে ফেরা পড়ুয়াদের পড়াতে কেন্দ্রের কাছে অনুমতি চেয়েছি’

  • ‘কোনও উত্তর পায়নি কেন্দ্রের কাছ থেকে’

  • ‘ভারত সরকারের উচিত ইউক্রেন ফেরত পড়ুয়াদের পড়াশোনার ব্যবস্থা করা’

  • ‘ইউক্রেন ফেরত বাংলার পড়ুয়াদের জন্য কোনও টাকা চাই না’

  • ‘তাঁদের পড়ানোর ব্যবস্থা করুক কেন্দ্র, কিন্তু কোনও সদুত্তর পাইনি’


পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে মন্তব্য



  • ‘পেট্রোল-ডিজেলের দাম বেড়েই চলেছে’

  • 'ভারতের ইকনমির অবস্থা খুব খারাপ। শ্রীলঙ্কার অবস্থা দেখছি, মানুষ পথে নেমেছে। ভারতের অবস্থা আরও খারাপ। কোনও প্ল্যানিং নেই। ১১ দিনে ১৩ বার পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে। পিএফ এর ইন্টারেস্ট কমেছে। মানুষ জানে না ব্যাঙ্কের-ইনস্যুরেন্সের টাকা পাবে কি না, ছত্তীসগড়ের সিএম আমাকে চিঠি দিয়েছে, জিএসটি টাকা দিচ্ছে না।'

  • 'যে ডালে বসে আছে, সেই ডাল কাটছে কেন্দ্রীয় সরকার ও বিজেপি। সবার সঙ্গে কথা বলে অর্থনীতি নিয়ে কথা না বলে।' 

  • ‘জিএসটি বাবদ রাজ্যের প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না’

  • ‘শুধু রাজনৈতিক ফায়দা দেখছে কেন্দ্রীয় সরকার’

  • ‘শুধু ইডি-সিবিআই লাগিয়ে, সবকিছু নিয়ন্ত্রণে আনার চেষ্টা’

  • ‘ঘটনা ঘটিয়ে দেওয়া হচ্ছে কিছু জায়গায়’

  • ‘আদৌ সত্যি কিনা কেউ খতিয়ে দেখছে না’

  • ‘শুধু ভিডিও ভাইরাল করিয়ে দেওয়া হচ্ছে’

  • ‘কাউকে মেরে দেহ নিয়ে নবান্ন অভিযানের চেষ্টা হচ্ছে’

  • ‘শুধুই মিথ্যা কথা, বিজেপি, কংগ্রেস, সিপিএম সবাই এক’

  • ‘বিজেপি শাসিত রাজ্যগুলিতে শুধুই অন্ধকার’


রাজ্যপাল প্রেক্ষিতে



  • ‘রাজ্যপাল বলছেন কোনও কিছুতেই সই করবেন না’

  • ‘সমান্তরাল সরকার চালানোর চেষ্টা’

  • ‘সিবিআই, ইডি থেকে সব জায়গায় নির্দেশ দিয়ে চালানোর চেষ্টা বিজেপির’

  • ‘বাংলা ভারতবর্ষের বাইরে নয়’

  • ‘পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে, ফলে জিনিসপত্রেরও দাম বাড়ছে’

  • ‘১১ বছর ধরে সরকারে আছি, কোনও জিনিসের দাম বাড়াইনি’

  • ‘বিরোধীরা সবাই একজোট হোক’

  • ‘জিএসটি বাবদ টাকা দেয়নি কেন্দ্র, ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন’

  • আলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনায় গ্রেফতার হয়েছে’

  • ‘ছাত্রছাত্রীদের ক্ষোভ থাকতেই পারে’

  • ‘কটূ কথা বলেছে, গ্রেফতার হয়েছে’

  • ‘বিশ্বভারতীতে যা ঘটছে, তাতে কী উপাচার্য গ্রেফতার হয়েছে ?’