কলকাতা : এখনও বিচার মেলেনি আর জি কর কাণ্ডের, পুজোয় ফিরতে বললেন মুখ্যমন্ত্রী । সেই সঙ্গে আন্দোলনকারীদেরও এই বলে সতর্ক করে দিলেন যে, কারও বিরুদ্ধে কেস দিইনি বলে সেটাকে দুর্বলতা ভাববেন না ! সেই সঙ্গে আন্দোলনকারীদের রাত দখলের নেপথ্যে কেন্দ্রীয় সরকার ও বাম দলের হাত রয়েছে বলেও অভিযোগ করলেন তিনি। 


মাস ঘুরলেই পুজো। কিন্তু এবার পুজোর আগে বিচার চাই, সরব হয়েছে বাংলা। বাংলা তার মেয়ের বিচার চায়। কিন্তু সোমবার সুপ্রিম কোর্টের শুনানির পরই নবান্ন থেকে প্রশাসনিক বৈঠকে বসে মুখ্যমন্ত্রী বার্তা দিলেন 'রাস্তা আটকালে সবার অসুবিধা হয়, মাইক বাজালে বয়স্কদের অসুবিধা হয়।' ঠারে ঠোরে রাত দখলের আন্দোলন থামিয়ে উৎসবের মেজাজেই ফিরতে বললেন মুখ্যমন্ত্রী। বললেন, 'পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন


এবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে অনেকেই রাজ্য সরকারের দেওয়া অনুদান করবেন না বলে জানিয়েছেন। তবে মুখ্যমন্ত্রীর দাবি, 'পুজোর টাকার যে ফান্ডিং, এবার আরও কিছু অনুরোধ আমাদের কাছে এসেছে। সবটা হয়তো পারব না।' তবে যাঁরা পুজোর অনুদান যারা নিচ্ছে, তাদের জন্য টাকা দেওয়া শুরু হবে মঙ্গলবার থেকেই।


মুখ্যমন্ত্রী জানালেন, 'আমাদের প্রায় সাড়ে ৪০০ কোটি টাকার মতো খরচ হচ্ছে ক্লাবগুলোকে দেওয়ার জন্য়। সেই টাকাটা মঙ্গলবার থেকে ছাড়ার জন্য় আমি বলে দিচ্ছি। যদি কেউ না নিতে চান, ভাল। তাদের সামর্থ্য আছে। তাহলে আপনার যে নতুন লিস্ট এসেছে, সেই লিস্ট থেকে নতুন যাঁরা এসেছেন, তাঁদের দিয়ে দেবেন। নতুন অলরেডি আমাদের কাছে অনেকে অনুরোধ করে আছে। সবাইকে হয়তো পারব না একবারে। টাকাটা বেড়ে অনেকখানি হয়ে গেছে। ' 


গত জুলাই মাসে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো অনুদানের কথা ঘোষণা করেন। টাকার পরিমাণও বাড়িয়ে দেন অনেকটাই। পুজোর জন্য ক্লাব পিছু এবার বাড়িয়ে করে দেওয়া হয় ৮৫ হাজার টাকা। আগেরবার এই অনুদান ছিল ক্লাবপিছু ৭০ হাজার টাকা । ৪৩ হাজারের বেশি ক্লাবকে ৮৫ হাজার করে রাজ্য সরকারি অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বলে দেন, ২০২৫ সালে আরও বাড়বে অনুদান। হবে  ১ লক্ষ টাকা। এছাড়াও তিনি বলে দেন , প্রতিবাবের মতো এবারও ফায়ার লাইসেন্স-সহ সমস্ত সরকারি ফি গুলি মকুবই থাকবে। বিদ্যুতের দামে ৭৫ শতাংশ ছাড় দেওয়া হবে।   


কিন্তু এবার আরজি করের ঘটনা নড়িয়ে দিয়েছে প্রত্যেককে। একের পর এক ক্লাব জানিয়েছে , এবছর অনুদান গ্রহণে অনাগ্রহর কথা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন :                         


RG Kar News: 'শুনানি