কলকাতা: বাংলায় তাঁর সরকারের আমলে তৈরি হয়েছে ইকোপার্ক, একাধিক ঘোরার জায়গা। আগে শুধু চিড়িয়াখানা (Alipore Zoo) ছিল, তবে সেখানে বাঘের খাঁচাটিও তাঁর বানিয়ে দেওয়া, বুধবার এমনই দাবি করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee)। কয়েক কোটি খরচ করে চিড়িয়াখানার বাঘের (Tiger Cage) খাঁচা বানিয়ে দিয়েছেন বলে জানালেন তিনি।
কয়েক কোটি খরচ করে চিড়িয়াখানার বাঘের খাঁচা বানিয়ে দিয়েছেন, জানালেন মমতা
বুধবার সভামঞ্চে গঙ্গা আরতি, গঙ্গাসাগর মেলা নিয়ে মুখ খোলেন মমতা। সেখানেই চিড়িয়াখানার বাঘের কথা উঠে আসে তার মুখে। মমতা বলেন, "বাংলায় অনেক তীর্থস্থান, দর্শনীয় স্থান তৈরি হয়েছে। আগে যাওয়ার জায়গা পেতেন না মানুষ। একটি চিড়িয়াখানা ছিল শুধু। তাও বাঘটি ছাড়াই থাকত। ওই বাঘের খাঁচাও আমাকে বানিয়ে দিতে হয়েছে।"
চিড়িয়াখানা নিয়ে মমতা আরও বলেন, "আপনারা এখন যে বাঘের খাঁচা দেখেন, পুরো আড়াই কোটি টাকা খরচ করে সেটি বানিয়ে দিয়েছি। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রও বসিয়ে বানিয়ে দেওয়া হয়েছে। আমি ছোটবেলায় দেখেছিলাম, চিড়িয়াখানায় একটি মাত্র প্রবেশদ্বার ছিল। এখন ১০-১২টি প্রবেশদ্বার, যাতে মানুষের সুবিধা হয়। মিলেনিয়াম পার্ক তুন করে হয়েছে, গঙ্গার পার নতুন হয়েছে, নবান্ন, উপান্ন, সৌজন্য সব নতুন করে হয়েছে। ইকো ট্যুরিজম, ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, মেলা প্রাঙ্গন, ওয়াক্স মিউজিয়াম নতুন হয়েছে সব।"
আরও পড়ুন: Mamata Banerjee: পুরীর জগন্নাথ মন্দির এ বার ঘরের কাছে দিঘায়, ঘোষণা মমতার
পুরীর জগন্নাথ মন্দিরের মতো দিঘাতেও এ বার জগন্নাথের মন্দির গড়ে তোলা হবে বলেও এ দিন ঘোষণা করেন মমতা। তিনি জানান, দিঘার সৌন্দর্যায়নে ইতিমধ্যেই অনেক কাজ করেছে তাঁর সরকা। এ বার সমুদ্রের ধারে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে একটি জগন্নাথ মন্দিরও তৈরি করে দেওয়া হবে, যাতে সমুদ্রস্নানে গিয়ে জগন্নাথ দর্শন সেরে আসতে পারেন মানুষ।
আগে যাওয়ার জায়গা পেতেন না মানুষ, মন্তব্য মমতার
এ দিন মমতাকে বলতে শোনা যায়, "দিঘা আর আগের সেই দিঘা নেই। সাত কিলোমিটার সেতু তৈরি করে দিয়েছি আমরা। ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার গড়ে দিয়েছি, যাতে শিল্পপতিরা এসে থাকতে পারেন, আবার দেখতে পারেন সমুদ্রই। দিঘায় জগন্নাথ মন্দিরও করছি আমরা। হয়ত অত বড় হবে না। ওটা আসল। তবে যাতে আমাদের লোকজন স্নান করতে গিয়ে জগন্নাথ দর্শন সেরে আসতে পারেন, তার জন্য়ই ব্যবস্থা।"