গুয়াহাটি: মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন পৃথ্বী শ (Prithvi Shaw)। রঞ্জি ট্রফিতে ট্রিপল সেঞ্চুরি করলেন পৃথ্বী। অসমের বিরুদ্ধে মাত্র ৩৮৩ বলে ৩৭৯ রান করেন মুম্বইয়ের তারকা ব্যাটার।


এই ইনিংসের সুবাদে একাধিক নজির গড়েছেন পৃথ্বী। তিনিই প্রথম ভারতীয় ক্রিকেটার, যাঁর রঞ্জি ট্রফিতে ট্রিপল সেঞ্চুরি, বিজয় হাজারে ট্রফিতে ডাবল সেঞ্চুরি এবং সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে সেঞ্চুরি রয়েছে। সেই সঙ্গে রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ স্কোরও গড়ে ফেললেন।


আবার দ্রুত রান করার নিরিখেও পৃথ্বী বিশ্বে অভাবনীয় নজির তৈরি করেছেন। মঙ্গলবার ২৮৩ বলে ২৪০ রানে অপরাজিত ছিলেন পৃথ্বী। বুধবার যেন আরও বিধ্বংসী ব্যাটিং করেন। ৩২৬ বলে ট্রিপল সেঞ্চুরি করেন। যা প্রথম শ্রেণির ক্রিকেটে পৃথ্বীর প্রথম ট্রিপল-সেঞ্চুরি। তবে সেখানেই থামেননি পৃথ্বী। একটা সময় মনে হচ্ছিল, যেভাবে পৃথ্বী খেলছেন, তাতে প্রথম শ্রেণির ক্রিকেটে ব্রায়ান লারার সর্বোচ্চ ৫০১ রানের রেকর্ড না ভেঙে যায়। সেটা অবশ্য হয়নি। ৩৭৯ রানে আউট হয়ে যান পৃথ্বী। ৪৯ টি চার এবং চারটি ছক্কা মারেন।                                          


প্রথম টেস্টের বাইরে স্টার্ক


ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া (Ind vs Aus)। নাগপুরের প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন দলের অন্য়তম সেরা পেসার মিচেল স্টার্ক (Mitchell Starc)। তবে ভারতের বিরুদ্ধে চার টেস্ট ম্যাচের সিরিজের দলে রাখা হয়েছে স্টার্ককে। দলে রয়েছেন চার স্পিনার। যাঁদের মধ্য়ে রয়েছেন নবাগত অফস্পিনার টড মারফি। যিনি এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটাননি।


কী হয়েছে স্টার্কের?                                          


অজি শিবিরের খবর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের সময় তাঁর আঙুলে যে চোট লেগেছিল, যে কারণে তিনি তৃতীয় টেস্টে খেলতে পারেননি, সেই চোটই ভোগাচ্ছে স্টার্ককে। বুধবার অস্ট্রেলিয়ার নির্বাচকেরা জানিয়েছেন যে, স্টার্ক প্রথম টেস্টে খেলতে পারবেন না। ৯ ফেব্রুয়ারি থেকে যা নাগপুরে শুরু হওয়ার কথা। আপাতত অস্ট্রেলিয়া দলের সঙ্গে স্টার্ক আসছেনও না। তিনি দিল্লিতে দ্বিতীয় টেস্টের আগে দলে যোগ দেবেন। 


আরও পড়ুন: পন্থ আইপিএলে নেই, দিল্লির নতুন অধিনায়কের নাম ঘোষণা শীঘ্রই, এবিপি লাইভের প্রশ্নে বললেন সৌরভ