কলকাতা: ধর্মীয় ভেদাভেদ মানেন না তিনি, বিশ্বাস করেন শুধুমাত্র মানবধর্মে, আরও একবার জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানিয়েছেন, স্বামী বিবেকানন্দ (Swami Vivekananda) যে হিন্দুধর্মে বিশ্বাস করতেন, তাকে বিশ্বাস করেন তিনি। মহাপুরুষেরা সকলেই মানবধর্মকে সবকিছুর থেকে এগিয়ে রেখেছেন। তিনিও মনে করেন, মানব ধর্মই সবচেয়ে বড় ধর্ম, জানালেন মমতা।
বিবেকানন্দের হিন্দুধর্মেই বিশ্বাস করেন, জানালেন মমতা
বুধবার প্রকাশ্য সভায় গঙ্গা আরতি, গঙ্গাসাগর মেলা নিয়ে কথা বলতে গিয়ে স্বামী বিবেকানন্দের থেকে অনুপ্রেরণা নিতে দেখা গেল মমতাকে। বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী। ওই দিনই কলকাতার বাবুঘাটে গঙ্গা আরতির ব্যবস্থাপনার কাজ শুরুর নির্দেশ দিয়েছেন মমতা। আর সেই মঞ্চেই স্বামী বিবেকানন্দের অনুপ্রেরমার কথা শোনা যায় তাঁর মুখে।
আরও পড়ুন: Mamata Banerjee: চিড়িয়াখানায় বাঘের এসি বসানো খাঁচাও তাঁর তৈরি, জানালেন মমতা
এ দিন মমতা বলেন, "স্বামী বিবেকানন্দ এমন মানুষ ছিলেন, যিনি নিচু জাতের মানুষের বাড়িতে গিয়ে তামাক সেবন করে দেখেছিলেন, জাত যায় কিনা। তিনি এমন মানুষ ছিলেন, যিনি বলতেন, ঐক্যই শক্তি, বিভাজনই পতনের কারণ। ১০০ শতাংশ ব্যর্থ হলে, ১ হাজার বার চেষ্টার কথা বলতেন। 'তরুণের স্বপ্ন' বইটি আমার খুব প্রিয়। মুখস্থও বলতে পারেন।"
মানবধর্ম সবচেয়ে বড় ধর্ম, বললেন মমতা
মমতা আরও বলেন, "মহৎ মানুষেরা চিরকাল বেঁচে থাকেন, তাঁদের মনন, চিন্তনের মাধ্যমে। আমরা সেই হিন্দুধর্মে বিশ্বাস করি, যার প্রবক্তা বিবেকানন্দ, রামকৃষ্ণ পরংহংস। রামকৃষ্ণ বলতেন, সর্বধর্ম সমন্বয়ের কথা। মাকে কেই আম্মা বলেন, কেু বলেন মা, কেউ আবার মাদার। পার্থক্য শুধু এইটুকুই। তার বেশি নয়। এর থেকে বড় কথা কেউ কখনও বলেছেন! একই কথা বলেছেন রবীন্দ্রনাথ, নজরুল, রামমোহন, ভগৎ সিংহ, মৌলানা আজাদ, ক্ষুদিরামরা। সকলেই একটিই কথা বলেছেন, মানবিকতা। মানবধর্ম সবচেয়ে বড় ধর্ম। তার চেয়ে বড় কিছু নয়। যিনি সব ধর্মকে ভালবাসেন, তিনিই মানুষ।"
এ দিন মমতাকে বলতে শোনা যায়, "দিঘা আর আগের সেই দিঘা নেই। সাত কিলোমিটার সেতু তৈরি করে দিয়েছি আমরা। ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার গড়ে দিয়েছি, যাতে শিল্পপতিরা এসে থাকতে পারেন, আবার দেখতে পারেন সমুদ্রই। দিঘায় জগন্নাথ মন্দিরও করছি আমরা। হয়ত অত বড় হবে না। ওটা আসল। তবে যাতে আমাদের লোকজন স্নান করতে গিয়ে জগন্নাথ দর্শন সেরে আসতে পারেন, তার জন্য়ই ব্যবস্থা।"