কলকাতা: 'দলের ঊর্ধ্বে কেউ নয়', এদিন ঝাড়গ্রামের সভা থেকে এমন বার্তা দিয়েই ভাষণ শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার কর্মিসভা থেকে একাধিক বার্তা দিয়েছেন তৃণমূল (TMC) সুপ্রিমো। সাফ জানিয়ে দেন- 'মানুষের কাজ ফেলে রাখা যাবে না, বর্ষা আসার আগে কাজ শেষ করে দিন।" এরপরই মুখ্যমন্ত্রী উপস্থিত জনগণের উদ্দেশে বলেন, ‘সমব্যথী প্রকল্পে টাকা কম পেলে থানায় এফআইআর করুন’। তিনি এদিন কর্মীদের উদ্দেশে এও বলেন, ‘এমন কিছু করবেন না যাতে বদনাম হয়’।
এদিন আর কী কী বলেছেন মুখ্যমন্ত্রী?
- ‘আগে ঝাড়গ্রামে মানুষ ভয়ে আসতে পারত না’
- ‘সিপিএম কাউকে কোথাও যেতে দিত না’
- ‘আগে জঙ্গলমহলের মানুষ বছরে ৯ মাস ভাত খেতে পেত না’
- ‘ঝাড়গ্রামের মানুষ পিঁপড়ে খেয়ে থাকত’
- ‘আমলাশোলে অনাহারে মানুষের মৃত্যুমিছিল দেখেছি’
- ‘এখন রাস্তাঘাট, সেতু, বাজার, কলেজ, স্টেডিয়াম, মেডিক্যাল কলেজ হয়েছে’
- ‘এখন মানুষ বিনামূল্যে মানুষ রেশন পায়’
- ‘মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন’
- ‘স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাচ্ছেন জঙ্গলমহলের মানুষ’
- ‘জলের সমস্যা মেটাতে আগামীদিনে আরও পুকুর কাটা হবে’
- ‘মানুষের কাজ ফেলে রাখা যাবে না’
- ‘বর্ষা আসার আগে কাজ শেষ করে দিন’
- ‘বর্ষার পর পঞ্চায়েত ভোট ঘোষণা হলে কাজের সুযোগ থাকবে না’
- ‘সমব্যথী প্রকল্পে টাকা কম পেলে থানায় এফআইআর করুন’
- ‘বাংলার নামে বিজেপি বদনাম করছে’
- ‘যারা দুয়ারে সরকারে ফর্ম ফিলাপ করতে পারেন না তাঁদের সাহায্য করুন
- ‘ফর্ম ফিলাপ করার জন্য কারও থেকে এক পয়সাও নেবেন না’
সম্প্রতি এসএসসি-তে নিয়োগ দুর্নীতি নিয়ে নাম জড়িয়েছে রাজ্যের দুই তৃণমূল নেতা তথা মন্ত্রীর। ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। নিজের মেয়েকে চাকরি পাইয়ে দেওয়ার বিতর্কে নাম জড়িয়েছে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীরও। এই বিতর্কের মাঝেই এবার কর্মিসভায় বার্তা তৃণমূল সুপ্রিমোর।