কৃষ্ণনগর: বিধানসভা নির্বাচনের আগে গুজরাতে (Gujarat Citizenship Row) পড়শি দেশ থেকে আসা অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার কথা ঘোষমা করেছে কেন্দ্রের বিজেপি সরকার (BJP)। পঞ্চায়েত নির্বাচনের আগে তার রেশ এসে পড়েছে বাংলাতেও (Panchayat Elections 2023)। বাংলায় সংশোধিত নাগরিকত্ব চালুই হয়ে গিয়েছে বলে কার্যত ঘোষণা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই আবহে নদিয়ায় নিজের অবস্থান সাফ জানিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানিয়ে দিলেন, বাংলায় দীর্ঘদিন ধরে বসবাসকারী মানুষ যদি নাগরিক না হন, তাহলে তিনিও ভারতের নাগরিক নন।
পঞ্চায়েত নির্বাচনের আগে নাগরিকত্ব বিতর্কের আঁচ বাংলাতেও
বুধবার কৃষ্ণনগরের সভায় মমতা বলেন, "মমতার কথায়, "বিজেপি কিছু লোককে এদিক ওদিক থেকে ডেকে আনতে চায়। তারা বাংলার লোকই নেই। তাদের বাংলায় অনুপ্রবেশ করানোর জন্য, তাদের নাগরিকত্ব দিয়ে, আপনাদের অধিকার ছোট করবে। মতুয়া, রাজবংশী, উদ্বাস্তু, তফসিলি, আদিবাসী, সংখ্যালঘুরা এখানকার নাগরিক। আমরা সবাই নাগরিক। আপনারা নাগরিক না হলে আমিও নাগরিক নই।"
যাঁদের নাগরিকত্ব দেওয়ার কথা বলছে বিজেপি, তাঁরা নাগরিক না হলে, তাঁদের ভোটে জিতলেন কী করে বিজেপি-র লোকজন, সেই প্রশ্নও তোলেন মমতা। তিনি বলেন, "আপনারা ভোট দিয়ে সাংসদ নির্বাচন করেন, বিধায়ক নির্বাচন করেন, পঞ্চায়েত নির্বাচন করেন, জেলা পরিষদ নির্বাচন করেন, পৌরসভা নির্বাচন করেন। আপনাদের ভোটেই জিতে প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। আপনারা নাগরিক না হলে তাহলে উনি প্রধানমন্ত্রী হলেন কী করে! আপনাদের ভোটাধিকার না থাকলে আমিই বা জিতলাম কী করে!"
নাগরিকত্ব নিয়ে সাফ বার্তা মমতার
বরাবরের মতো এ বারও পঞ্চায়েত নির্বাচনের আগে মতুয়াদের নিয়ে নাগরিকত্ব বিতর্কের জিগির দেখা গিয়েছে। সেই নিয়ে মমতা বলেন, " এখনও বলছি মতুয়া ভাইবোনেদের। আপনারা এখানকার নাগরিক। পুরোপুরি নাগরিক থাকবেন। কাউকে কিছু করতে দেব না আমি। কেউ কেড়ে নিতে পারবে না আপনাদের নাগরিকত্ব। আমি জীবন দিতে তৈরি। নাগরিকত্ব কাড়তে দেব না। বাংলাদেশ থেকে কত মানুষ এসেছেন। কষ্ট করে সংসার চালিয়েছেন। আজ সকলকে শর্ত জমি দেব। আমি বলে দিয়েছি। রেল অনেক জায়গা থেকে উচ্ছেদ করছি। করতে দেবেন না। রুখে দেবেন।"