কলকাতা: আজ কলকাতায় (Kolkata) শুরু হল এ বছরের G-20 সম্মেলনের প্রথম বৈঠক। সোম, মঙ্গল ও বুধবার, এই ৩ দিন ধরে বৈঠক চলবে। সূত্রের খবর, ৩ দিনের বৈঠকের মূল আলোচ্য বিষয় ডিজিটাল ফিনান্সিয়াল সিস্টেম (Digital Financial System)। এদিন এই বৈঠকের সূচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, "রাজ্যে কর্মসংস্থান বেড়েছে, দারিদ্রতা কমেছে। রাজ্যে ১২ লক্ষ কর্মসংস্থান হয়েছে। জাতি-ধর্ম-নির্বিশেষে, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবাইকে এই রাজ্যে দেওয়া হয় স্কলারশিপ। করোনাকালে রাজ্যের জিডিপি বেড়েছে ৪ গুণ। দুয়ারে সরকার কেন্দ্রের পুরস্কার পেয়েছে।" 


পাশাপাশি জি-২০ বৈঠক থেকে একতার বার্তাও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'একতাই আমাদের মূল মন্ত্র। জরুরি মানুষের উন্নয়ন', রাজনীতির ঊর্ধ্বে উঠে উন্নয়নের স্বার্থে সবাইকে একজোট হয়ে কাজের ডাক দেন মুখ্যমন্ত্রী। 


আরও পড়ুন, নজিরবিহীন ঘটনা ! বিচারপতি মান্থার বাড়ির পাশে অভিযোগ-পোস্টার, তুমুল শোরগোল, তদন্তে পুলিশ


উল্লেখ্য এই জি২০ বৈঠকের যার মূল লক্ষ্য হল - প্রান্তিক মানুষদের ব্যাঙ্কিং ব্যবস্থার মধ্যে নিয়ে এসে ব্যক্তিগতভাবে তাঁদের এবং জাতীয় আয় বাড়ানো। বৈঠক হবে নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন এবং জে ডবলিউ ম্যারিয়ট হোটেলে। সূত্রের খবর, G-20-র সদস্য দেশগুলি ছাড়াও, ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, ওয়ার্ল্ড ব্যাঙ্ক, নাবার্ড, এবং  IMF-এর মতো সংস্থার প্রতিনিধিরাও যোগ দেবেন বৈঠকে।                                                                                           


চলতি বছরের জি-টোয়েন্টি সম্মেলনে সভাপতিত্ব করবে ভারত। প্রথমবার এই বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে কলকাতায়। তাই দেশ-বিদেশের অতিথি-অভ্যাগতদের স্বাগত জানাতে তৈরি তিলোত্তমা।নবান্ন সূত্রের খবর, সোমবার প্রথম দিনের বৈঠকের পরে, অতিথি-অভ্যাগতদের জন্য গঙ্গা বক্ষে ক্রুজে নৈশভোজের ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার নিউটাউনের পালকুটিরে নৈশভোজের পরে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ১১ জানুয়ারি, বুধবার, ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘোরানো হবে অতিথিদের। সঙ্গে থাকবে স্ট্রিট ফুড উপভোগ করার সুযোগ।