নয়া দিল্লি: ব্রাজিলের (Brazil) কংগ্রেস, প্রেসিডেন্ট ভবন ও সুপ্রিম কোর্টে (Supreme Court) হামলা ও ভাঙচুর চালিয়েছে প্রেসিডেন্ট বলসোনারোর (Jair Bolsonaro) সমর্থকেরা। রবিবার বলসোনারোর হাজার হাজার ডানপন্থী সমর্থক ব্রাসিলিয়ায় কংগ্রেস ভবনে হামলা চালান। দেশটির জাতীয় রঙের পোশাক পরে এবং গায়ে জাতীয় পতাকা জড়িয়ে তাঁরা হামলা করে। এই ঘটনা নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। 


বর্তমান রাষ্ট্রপতি লুলা দাসিলভার নেতৃত্বাধীন ব্রাজিল সরকারের প্রতি সমর্থন দেখিয়ে নরেন্দ্র মোদি ট্যুইটও করেন। তিনি বলেন, "ব্রাসিলিয়াতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে দাঙ্গা ও ভাঙচুরের খবরে গভীরভাবে উদ্বিগ্ন। গণতান্ত্রিক ঐতিহ্যকে সকলেরই সম্মান করা উচিত। আমরা ব্রাজিলের কর্তৃপক্ষকে আমাদের পূর্ণ সমর্থন জানাই।"                                


গত অক্টোবর মাসের নির্বাচনে বলসোনারোকে অল্প ব্য়বধানে হারিয়ে নির্বাচনে জয়ী হন লুলা। তার পর থেকেই চরম ডানপন্থী নেতা বলসোনারোর সমর্থকরা লুলার ক্ষমতা দখলের বিরোধিতা করছিলেন। দেশের বিভিন্ন সেনা ছাউনির বাইরে জমায়েত করে সেনা অভ্যুত্থানেরও দাবি জানাচ্ছিলেন তাঁরা। রবিবারও অভ্যুত্থানেরও সময় কংগ্রেস ভবনের ছাদে উঠে সামরিক হস্তক্ষেপের দাবিতে ব্যানার ঝুলিয়ে দেন বলসোনারোর সমর্থকরা। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত  মৃত্যু বা আহত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি।                                                                                           






আরও পড়ুন, একের পর এক বাড়িতে বাড়ছে ফাটল! জোশীমঠকে বসবাসের অযোগ্য ঘোষণা উত্তরাখণ্ডের সরকারের


এদিকে, এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী ভিও দিনো বলেছেন, রাজধানী ব্রাসিলিয়ায় গুরুত্ব ভবনগুলোয় হামলা চালানো অন্তত ২০০ দাঙ্গাবাজকে গ্রেফতার করা হয়েছে।