বিচারপতি রাজশেখর মান্থার বাড়ির আশেপাশে লাগানো হল পোস্টার। যোধপুর পার্ক এলাকায় বিচারপতির বাড়ি। সেই অঞ্চল এখন পোস্টারে ছয়লাপ। পোস্টারে বিচারপতি রাজশেখর মান্থার নামে বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে, কারা এই পোস্টার লাগিয়েছে, তার উল্লেখ নেই। 


সোমবার সকালে, দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে বিচারপতি মান্থার বাড়ির চারদিকে দেখা যায় এই সমস্ত পোস্টার। ইংরাজির পাশাপাশি বাংলাতে ছাপানো পোস্টারও লাগানো হয়েছে। রাস্তার ধারে দেওয়াল, দোকান, পুরসভার ভ্যাট, এটিএম কাউন্টার, এমনকী নো পার্কিং বোর্ডেও সাটানো হয়েছে, বিচারপতির বিরুদ্ধে পোস্টার।


রাতে কয়েকজন এসে পোস্টার লাগায়, দাবি বিচারপতির বাড়ির নিরাপত্তারক্ষীর।  তদন্তে নেমেছে লেক থানার পুলিশ। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে এই সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে, রাতে মুখ ঢাকা অবস্থায় দুই ব্যক্তি বিচারপতির বিরুদ্ধে ওই পোস্টারগুলি লাগাচ্ছেন। যোধপুর পার্কে বিচারপতির বাড়ির আশপাশে পোস্টার লাগানোর খবর পেয়ে, এদিন পুলিশ গিয়ে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে।


এদিকে সোমবার সকালে যেমন বিচারপতির বাড়ির আশপাশে পোস্টার দেখা গেছে, ঠিক তেমনই পোস্টার দেখা গেছে হাইকোর্ট চত্বরেও। রাজশেখর মান্থার এজলাসের বাইরে বিক্ষোভ দেখান আইনজীবীদের একাংশ। তুমুল হৈ-হট্টগোল শুরু হয়। এজলাসে ঢুকতে বাধা দেওয়ায় ধস্তাধস্তি শুরু হয় আইনজীবীদের মধ্যে। এজলাস বয়কট ও আইনজীবীদের বাধাদানের অভিযোগ নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।  


আরও পড়ুন :


কোভিড কেড়েছে প্রাণ ! স্ত্রীর মৃর্তি গড়ে কথা রাখলেন তাপস

দুপুর ৩ টের শিরোনাম : 


১। বিচারপতি রাজশেখর মান্থার যোধপুর পার্কের বাড়ির আশেপাশে পোস্টার। পোস্টারে বিভিন্ন অভিযোগ। তদন্তে লেক থানার পুলিশ।
২। হাইকোর্টে রাজশেখর মান্থার এজলাসের বাইরে বিক্ষোভ আইনজীবীদের একাংশর। ধস্তাধস্তির অভিযোগ। এজলাস বয়কট ও আইনজীবীদের বাধাদানের অভিযোগ নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ।
৩। গরুপাচার মামলায় এবার সিবিআই-এর নজরে অনুব্রত মণ্ডলের বাড়ির পরিচারক ও মেয়ে সুকন্যার গাড়ি চালক। আগামীকাল নিজাম প্যালেসে তলব দুজনকেই।
৪। ২ জনের অ্যাকাউন্টেই প্রচুর টাকা লেনদেন। নথি নিয়ে হাজির হওয়ার নির্দেশ। অ্যাকাউন্টে গরুপাচারের কালো টাকা জমা, দাবি সিবিআইয়ের।


৫। পিছিয়ে গেল অনুব্রত মামলার শুনানি। আগামী ১১ জানুয়ারি দিল্লি হাইকোর্টে হবে শুনানি। দিল্লি নিয়ে গিয়ে জেরা ঠেকাতে রাউস অ্যাভিনিউ কোর্টে আগেই আবেদন করেন কেষ্ট।


৬। কোনও ঘোষণা ছাড়াই পঞ্চায়েত ভোটের আগে অস্থায়ী হোমগার্ড নিয়োগ করছে রাজ্য। ক্যাডারদের কাজে লাগানো বা ঘুষ থাকতে পারে পিছনে, ট্যুইট শুভেন্দুর। মানসিক অবসাদ, চাইলে আদালতে যান, পাল্টা কুণাল।


৭। চেতলায় ঝুপড়িতে আগুন। দুই শিশু-সহ মা ও বাবা জখম। ঘরের দেওয়াল ভেঙে সবাইকে উদ্ধার। গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে আগুন, দাবি স্থানীয়দের।
৮। আজ কলকাতায় শুরু G-টোয়েন্টি সম্মেলনের প্রথম বৈঠক। চলবে বুধবার পর্যন্ত। সদস্য দেশগুলির প্রতিনিধিরা ছাড়াও বৈঠকে থাকবেন ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশ, ওয়ার্ল্ড ব্যাঙ্ক, আইএমএফ, এডিবির প্রতিনিধিরা।