সকাল থেকেই সুপ্রিম কোর্টের দিকে ছিল সারা বাংলার নজর। সেখানে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। বেঁধে দিল সময়। মঙ্গলবার বিকেলের মধ্যেই কাজে যোগ দিতে হবে জুনিয়র ডাক্তারদের। নির্দেশ দিলেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। আর তারপরই সাংবাদিক বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী । বললেন, 'সুপ্রিম কোর্টও ডাক্তারদের অনুরোধ করেছে জুনিয়রদের কাজে যোগ দেওয়ার জন্য়। আমিও এই মিটিং থেকে অনুরোধ করব, দয়া করে আপনারা কাজে যোগদান করুন। যদি মনে করেন, আপনাদের কিছু বলার আছে, সবসময় স্বাগত। আপনারা ৫জন, ১০ জনের একটা টিম নিয়ে আসুন, আমি কথা বলতে পারি। আমার স্বাস্থ্য় সচিবকে আমি পাঠিয়েছিলাম আপনাদের সঙ্গে কথা বলতে। '
মেয়ের দেহ দাহ হওয়ার আগেই তাঁর বাবাকে নাকি টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন এক আইপিএস। এক পুলিশ আধিকারিক নাকি তাঁর বাড়িতেই একটি আলাদা জায়গায় নিয়ে গিয়ে টাকা দিতে চান। নির্যাতিতার বাবার এই বক্তব্য নিয়ে বিতর্কের জল গড়িয়েছে বহুদূর। এবার এই টাকা-বিতর্কে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, নির্যাতিতার বাড়িতে ঘটনার তিনদিন পরেই গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন কমিশনার অফ পুলিশ বিনীত গোয়েল। মুখ্যমন্ত্রী দাবি করেন, যাযা অভিযোগ করেন অভিভাবকরা, তা রেকর্ড করতে বলেন তিনি। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দেন, 'আমি টাকার কথা মোটেও বলিনি।
প্রমাণ দেখান মিথ্য়ে কথা। কুৎসা। আমার সঙ্গে সিপি ছিল। প্রেসের সাংবাদিকরা ছিলেন। '
মুখ্যমন্ত্রী দাবি করেন, আমি যেদিন যাই তার আগের দিন , 'ডক্টরস ফোরাম' , একটি দাবি-পত্র পাঠান। সেখানে তিন নম্বর পয়েন্টে লেখা ছিল, নির্যাতিতার পরিবারের জন্য ' অ্য়াডিকোয়েট কমপেনসেশন' এর ব্যবস্থা করার কথা। মুখ্যমন্ত্রীর দাবি, সেই মোতাবেকই তিনি বাবা-মাকে বলেন, 'দেখুন মৃত্য়ুর বিকল্প টাকা হয় না। আপনারা মর্মাহত। কিন্তু যদি কোনওদিন মনে করেন, আপনার মেয়ের মেমরির জন্য় ভাল কিছু করবেন, সরকার হেল্প করবে। এর বেশি নয়। আমি জানি কখন কী বলতে হয়। তা সত্ত্বেও যারা কুৎসা করে বেড়াচ্ছে, তারা কী চায়। বিচার চায়? না বিচারের নামে কেসটা ঝুলিয়ে দিতে চায়? '
এখনও বিচার মেলেনি আর জি কর কাণ্ডের। কিন্তু এই পরিস্থিতিতেও পুজোয়-উৎসবে ফিরতে বললেন মুখ্যমন্ত্রী । সেই সঙ্গে অভিযোগ করলেন, রাত দখলের নেপথ্যে কেন্দ্রীয় সরকার ও বাম দলের হাত রয়েছে ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন :
RG Kar News: 'শুনানি ঘিরে উত্তেজনা তৈরি না করে ধর্ষণের মানসিকতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে'