কলকাতা: একে তারকা সন্তান। তার উপর ছটফটে, চনমনে। মা-বাবা তো বটেই, তার কর্মকাণ্ডে মোহিত নেটদুনিয়াও। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) বাদ গেলেন না। নিজেই জানালেন, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) এবং পরিচালক তথা রাজনীতিক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) একমাত্র সন্তান ইউভানকে (Yuvaan) অসম্ভব পছন্দ করেন তিনি। ইচ্ছা হলে ইউভানের ছবি চেয়েও দেখেন বলে জানালেন মমতা।
জাগো বাংলার অনুষ্ঠানে মমতার মুখে ইউভানের নাম
রবিবার মহালয়ার দিন বিশেষ উৎসব সংখ্যা প্রকাশ করল তৃণমূলের মুখপত্র 'জাগো বাংলা'। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন খোদ শুভশ্রী, তাঁর সতীর্থ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং অদিতি মুন্সিরা। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নে তাঁরা। সেই মঞ্চে দাঁড়িয়েই শুভশ্রীর ছেলেকে নিয়ে মন্তব্য করেন মমতা। বলেন, "শুভশ্রীর বাচ্চাটা খুব স্মার্ট। নিজেই মাঝে মাঝে ছবি চেয়ে পাঠাই, দেখব বলে।"
অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে বিরোধীদেরও একহাত নেন মমতা। বলেন, "আমাদের সবাই খারাপ। ওরা একা ভাল। এক সময় দিল্লিতে গিয়ে লজ্জা হতো। বাংলাকে বদনাম করাই একদল লোকের কাজ। বাংলার বদনাম করলে, এখানকার মানুষকে অসম্মান করলে আমার রাগ হয়। প্রত্যেকের জীবনে কিছু না কিছু কর্মকাণ্ড থাকেই। কিন্তু আজকাল একটি ছবি বেরোলেও সমালোচনার ঝড় ওঠে। আমরা কি এই সংস্কৃতির অবক্ষয়ে দাঁড়িয়ে রয়েছি! আমাদের সংস্কৃত তো মাথা উঁচু করে চলা, গর্ব করে চলা!"
আরও পড়ুন: Madan Mitra: মহালয়ায় শুভেন্দু- দিলীপের ছবিতে মালা দিয়ে বাবুঘাটে তর্পণ মদন মিত্রের
বাংলার মানুষ এসব করেন না, বাইরে থেকে ধার করা লোকজনই নেটদুনিয়ায় এসব ঘটান বলেও দাবি করেন মমতা। তিনি বলেন, এগুলো বাংলার মানুষ করছেন না। বাইরে থেকে ধার নেওয়া কিছু লোক, কিছু ডিজিটাল টাকা দিয়ে তৈরি করেছে। সোশ্যাল মিডিয়া মারফত এমন কোনও লোক নেই, যার নামে উল্টোপাল্টা বলা হয় না। সকাল থেকে রাত পর্যন্ত একদল মানুষ এই কাজ করে চলেছে। তার চেয়ে বাংলায় কী কী উন্নয়ন হয়েছে, ভাল কাজ কী হয়েছে, তাতে নজর দিলে বাংলার অনেক উপকার হতো।"
মহালয়ার শুভেচ্ছা জানিয়ে বিরোধীদের একহাত নিলেন মমতা
নাম না করে এ দিন সিপিএম-কেও একহাত নেন মমতা। তিনি বলেন, "আপনারা আমাদের গাল দিন, কিছু যায় আসে না। শুভ মহালয়ার দিনে মায়ের কাছে কামনা করব, দেবী যেন সকলকে ভাল রাখেন। যাঁরা এগুলো করছেন, আরও বেশি করে করুন। তার পরও শান্তিতে ঘুমোতে পারলে ঘুমোবেন। আমরা প্রতিহিংসা পরায়ণ নই। বদলা নয়, বদল চাই বলেছিলাম বলেই ৩৪ বছরের কাউকে গ্রেফতার করিনি। অনেক কর্মকাণ্ড থাকা সত্ত্বেও কাউকে গ্রেফতার করা হয়নি।"