আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, সুনীত হালদার, কলকাতা : নবান্ন ( Nabanna ) তৈরি হওয়ায়, ওই ভবনে মঙ্গলাহাটের ( Manglahat ) ব্যবসায়ীদের পুনর্বাসন দেওয়া যায়নি, তা ঠিক নয়। অপপ্রচার চলছে। নাম না করে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের, মন্তব্যের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )। পাশাপাশি প্রয়োজনে জমি অধিগ্রহণ করে, মঙ্গলাহাটের ব্যবসায়ীদের পুনর্বাসন দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।  
আর আড়াই মাস পরই পুজো, এই সময় যে দোকানগুলিতে ক্রেতাদের ভিড় উপচে পড়ার কথা ছিল, সেখানেই আজ যেন পোড়া গন্ধ। ২০ জুলাই রাতে, ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই হয়ে গেছে হাওড়ার মঙ্গলাহাটের অসংখ্য দোকান। ব্যবসায়ীদের যখন মাথায় হাত, তখন তাঁদের পাশে দাঁড়ানো নিয়ে চড়ছে রাজনৈতিক তরজাও! গত মঙ্গলবার, মঙ্গলাহাটে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন মহম্মদ সেলিম।


সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এদিন বলেন, ' আজ যে নবান্ন দেখছেন, সেটা কোনও নবান্ন ছিল না,১৪ তলায় মমতা বন্দ্যোপাধ্যায় স্টুডিও বানিয়েছে, আমরা অন্য কোথাও সরব না, ওনাকে ১৪ তলা থেকে সরতে হবে।' 


সোমবার সিপিএমের এই অভিযোগের বিরুদ্ধেই সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় তিনি বলেন, ' মঙ্গলাহাট নিয়ে অনেকে রাজনীতি করছেন। এই বলে অপপ্রচার চলছে যে, যে বহুতলে 'নবান্ন' হয়েছে, সেটি না কি মঙ্গলাহাটের ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু, 'নবান্ন' হয়ে যাওয়ায় ব্যবসায়ীদের সেখানে আনা যায়নি। বিষয়টা তা নয়, মঙ্গলাহাটের ব্যবসায়ীরা সেখানে আসেননি বলে, বহুতলটি খালি পড়ে ছিল। তারপর সেখানে 'নবান্ন' হয়েছে। জোর করে করিনি। এর সঙ্গে কোনও রাজনীতি নেই।' 


মুখ্যমন্ত্রী এদিন বিধানসভায় জানান, মঙ্গলাহাট যেখানে বসছে, সেটা বেসরকারি জমি। প্রয়োজনে রাজ্য সরকার সেই জমি অধিগ্রহণ করে দোকান বানিয়ে, ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করবে। তাঁদের ৫ লক্ষ টাকা করে ঋণ দেওয়া হবে।


মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতি সম্পাদক রাজকুমার সাহা এদিন বলেন, ' প্রথম থেকেই আমরাও চাইছি, যাতে এখান থেকে ব্যবসায়ীদের সরতে না হয়। মুখ্যমন্ত্রী যা বলেছেন, আমরাও চাইছি এই জমিটা অধিগ্রহণ করে আমাদের স্থায়ী জায়গা করে দেওয়া হোক।'


অন্যদিকে অগ্নিকাণ্ডের পর, সোমবার থেকে ব্যবসা শুরু করার কথা ভেবেছিলেন মঙ্গলাহাটের ব্যবসায়ীদের একাংশ। কিন্তু, এদিন গিয়ে সেখানে আবর্জনা ও পোড়া দোকানের অংশ পড়ে থাকতে দেখে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। এদিন মঙ্গলাহাট পরিদর্শনে যান ফিরহাদ হাকিম। পুর ও নগরোন্নয়নমন্ত্রী এদিন বলেন, আগামী সোমবার থেকে হাট খুলে দেওযা হবে। 


এই আশ্বাস মেলার পর এখন নতুন করে আশায় বুক বাঁধছেন মঙ্গলাহাটের ব্যবসায়ীরা। 

আরও পড়ুন :


দাম কমল রান্নার গ্যাসের, কলকাতায় কত হল এলপিজি সিলিন্ডারের দাম ? 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial