কলকাতা: স্কুলে নিয়োগ দুর্নীতিতে একের পর এক নেতার নাম জড়িয়েছে। গরুপাচার, কয়লাপাচারেও নাম উঠে এসেছে অনেকের। তার মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কথাও উঠে আসছে লাগাতার। সেই নিয়ে বিরোধীরা যখন আক্রমণেব শান দিয়ে চলেছেন, সেই আবহে কড়া বার্তা দিলেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানিয়ে দিলেন, তৃণমূলটা উঠে যাচ্ছে বলে ভাবছেন যাঁরা, ভুল করছেন (Kokata News)।
তৃণমূলের রাজনৈতিক অবস্থান আরও একবার স্পষ্ট করে দিলেন মমতা
বৃহস্পতিবার উত্তীর্ণয় বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দেন মমতা। সেখানেই বিরোধীদের নিশানা করেন তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলে বিজেপি এবং কেন্দ্রের সরকারকেই নাম না করে নিশানা করেন তিনি। এখন ক্ষমতায় রয়েছে তাই এজেন্সি দেখাচ্ছে, যখন ক্ষমতায় থাকবে না, এই এজেন্সিই গিয়ে কান মুলে দেবে বলেও মন্তব্য করেন তিনি।
আর সেই প্রসঙ্গেই তৃণমূলের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে দেন মমতা। বিরোধীদের নিশানা করে তিনি বলেন, "বিজয়া সম্মিলনীতে রাজনীতির কথা বলব না বলেি ভেবেছিলাম। কিন্তু কিছু কথা বলতেই হচ্ছে। অত সোজা নয়। চারটে ডান্ডা নিয়ে গিয়ে ভাবলেন তৃণমূলটা উঠে গিয়েছে, না না ওটা ভুল, তৃণমূলটা জোড়াফুল, এখন সবাই কুল কুল।"
আরও পড়ুন: Mamata Banerjee: উত্তীর্ণর মঞ্চ থেকে কালীপুজোয় বাজি-নিয়ন্ত্রণের বার্তা মুখ্যমন্ত্রীর
তৃণমূলকে বদনাম করতে কয়েকটি দল ডিজিটাল মাধ্যমে সাজিয়ে গুছিয়ে ভিডিও তৈরি করে প্রকাশ করে বলেও অভিযোগ তোলেন মমতা। তাঁর কথায়, "তাতে এমন ভাষার প্রয়োগ...যেন কত বড় তিরন্দাজ।" এখন উৎসবের মরসুম। এমরা এসব করি না। কারণ মানুষের কাছে দায়বদ্ধতা রয়েছে আমাদের।
বিজয়া সম্মিলনীতে বিরোধীদের নিশানা মমতার
দুর্গাপুজো, সরস্বতী করতে দেন না বলে যারা এতদিন তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছিল, তারাই দুর্গার পুজো করার নামে মহাত্মা গাঁধীকে অসুর বানিয়ে ত্রিশূলবিদ্ধ করেছে বলেও এ দিন আক্রমণ হানেন মমতা। তিনি বলেন, "গাঁধীজিকে অসুর বানানোর শাস্তি কী হওয়া উচিত! আমরা নয়, মানুষ শাস্তি দেবেন। আমরা ঝামেলা চাইনি। শান্তিতে দুর্গোপুজো করতে চেয়েছিলাম। কিন্তু এ সব সহ্য করা যায়!"
এ দিন নাম না করে বিজেপি এবং কেন্দ্রের সরকারকেও একহাত নেন মমতা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার কাজে ব্যবহার করা হচ্ছে বলে এর আগেও বিজেপি এবং কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল তৃণমূল। এ দিন মমতা বলেন, "আজ ক্ষমতায় আছো বলে এজেন্সি দেখাচ্ছো। কাল না থাকলে এই এজেন্সিই গিয়ে কান মুলে দেবে। তৈরি থেকো।"