পারথ: কাজে দিল না কেএল রাহুলের ৭৪ রানের ইনিংস। পশ্চিম অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ১৬৮ রান তাড়া করতে নেমে ৩৬ রানে হারতে হল ভারতীয় দলকে। নির্ধারিত ২০ ওভারে আট উইকেটের বিনিময়ে ১৩২ রানেই থেমে যায় ভারতীয় ইনিংস। ব্যাটিং ব্যর্থতাই ভারতের পরাজয়ের কারণ হয়ে দাঁড়াল। 


রাহুলের লড়াই


এদিন রাহুলের সঙ্গে ওপেন করতে নামেন ঋষভ পন্থ। তবে তিনি নয় রানের বেশি করতে পারেননি। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতীয় দলকে আক্রমণ করার তেমন সুযোগই দেননি পশ্চিম অস্ট্রেলিয়ার বোলাররা। পাওয়ার প্লের ছয় ওভারে ভারতীয় দল মাত্র ২৯ রান করে। দীপক হুডা ছয় রানে আউট হওয়ার পর, হার্দিক পাণ্ড্য খানিকটা সময় রাহুলকে সঙ্গ দেন। ১৭ রানের ইনিংসে ছন্দেই দেখাচ্ছিল হার্দিককে। তবে তিনি নিজের ইনিংসকে বড় রানে রূপান্তরিত করতে পারেননি। অক্ষর প্যাটেলও (২) ব্যর্থ হন। রাহুল ক্রিজে টিকে থাকলেও তিনি ইনিংসের সিংহভাগ সময়ই রানের গতি বাড়াতে ব্যর্থ হন।


শতরানের গণ্ডি পার করতে ভারতীয় দল ১৫ ওভার খরচ কর ফেলে। ম্যাচ নাগালের বাইরে চলে যাচ্ছে দেখে অবশেষে ব্যাট চালাতে শুরু করেন রাহুল। তিনি বেশ কয়েকটি বড় শটও মারেন। তবে অ্যান্ড্রু টাইয়ের বলে ৭৪ রানেই (৫৫ বলে) ফিরতে হয় তাঁকে। শেষমেশ ১৩২ রানের বেশি আর এগোতে পারেনি ভারতীয় ইনিংস। এদিন রোহিত শর্মা একাদশে থাকলেও ব্যাট করতে নামেননি। সূর্যকুমার যাদব, বিরাট কোহলিরাও এই ম্য়াচে খেলেননি।


প্রথম ইনিংস


ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। এদিন অবশ্য সূর্যকুমার যাদব, বিরাট কোহলি ও যুজবেন্দ্র চাহালকে একাদশের বাইরে রেখেই মাঠে নামে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা থাকতেও নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় কেএল রাহুলকে। বল হাতে ভারত শুরুটাও দারুণভাবে করে। নিজের প্রথম ওভারেই জশ ফিলিপেকে আউট করেন অর্শদীপ সিংহ। তবে প্রথমেই উইকেট হারানোর পর ডার্সি শর্ট ও নিক হবসন পশ্চিম অস্ট্রেলিয়ার হয়ে ইনিংসের হাল ধরেন। পাওয়ার প্লের ছয় ওভারেই উঠে ৫৪ রান। পাওয়ার প্লে শেষের পর কয়েক ওভার ভারতীয় বোলাররা রানের গতি কমাতে খানিকটা সক্ষম হন।


তবে সেট শর্ট এবং হবসন তড়তড়িয়ে পশ্চিম অস্ট্রেলিয়ার ইনিংসকে এগিয়ে নিয়ে যান। দুইজনেই নিজেদের অর্ধশতরানও পূরণ করেন। শেষমেশ ভারতকে প্রয়োজনীয় সাফল্য এনে দেন হর্ষল পটেল। ৪১ বলে ৬৪ রান করা হবসনকে সাজঘরে ফেরত পাঠান তিনি। প্রায় সঙ্গে সঙ্গেই ৫২ রানে আউট হয়ে ফেরেন শর্টও। এরপর ১৭তম ওভারে অশ্বিন (Ravichandran Ashwin) জাদু। একই ওভারে এক, দুই নয়, তিন তিনটে উইকেট নেন ভারতীয় অফস্পিনার। ভুবনেশ্বর কুমারও একটি উইকেট নেন। কিন্তু শেষ ওভারে হর্ষল ১৩ রান খরচ করায় আট উইকেটের বিনিময়ে ১৬৮ রানে ইনিংস শেষ করে পশ্চিম অস্ট্রেলিয়া।


আরও পড়ুন: বিশ্বকাপেই ইতি! টি-টোয়েন্টি ফর্ম্যাটকে বিদায় জানাতে চলেছেন রোহিত-বিরাট?