মেদিনীপুর: রাজ্যের বাজেট পেশ হয়েছে একদিন আগেই। পরদিনই জঙ্গলমহল সফরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে আবাস যোজনা (Awas Yojana) নিয়ে কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা করলেন তিনি। তাঁর দাবি, আবাস যোজনা কেন্দ্রের একার প্রকল্প নয়। রাজ্য সরকার এবং কেন্দ্র মিলে কাজটা করে। কিন্তু রাজ্য থেকে তুলে নিয়ে যাওয়া টাকারই ভাগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন মমতা। 


রাজ্য থেকে তুলে নিয়ে যাওয়া টাকা দেওয়া হচ্ছে না, অভিযোগ মমতার


বৃহস্পতিবার মেদিনীপুর (Medinipur News) কলেজের মাঠে সভা করেন মমতা। সেখান থেকেই কেন্দ্রকে আক্রমণ করেন তিনি। বলেন, "আমরা ১১ হাজার ৫০০ কিলোমিটার রাস্তা তৈরি করছি। গ্রামের রাস্তাগুলি খারাপ হয়েছে। কেন্দ্রীয় সরকার কোনও টাকা দিচ্ছে না। আবাস যোজনার টাকা শুধু প্রধানমন্ত্রীর নয়। রাজ্য-কেন্দ্র মিলে করে। রাজ্য থেকে জিএসটি-র টাকা তুলে নিয়ে যায় কেন্দ্র। সেই টাকারই ভাগ দেয় না।"


১০০ দিনের কাজের টাকা নিয়েও কেন্দ্রকে নিশানা করেন মমতা। বলেন, "১৭ লক্ষ মানুষের নাম কেটে দিয়েছে। বন্ধ করে দিয়েছে ১০০ দিনের টাকা।বলছে, যাদের আধার সংযুক্ত রয়েছে, তারাই করবে। গ্রামের লোকেরা আধার সংযুক্ত করবে! গোটা জীবনই অনলাইন করে দিচ্ছে! হয় কখনও! সবাই অনলাইন সংযুক্ত হতে পারে! কত ব্লকে ব্যাঙ্ক-পোস্ট অফিসই নেই! কোথা থেকে করবে, মাথা-মুণ্ড থেকে! চিন্তা করে দেখবেন একবার।"


আরও পড়ুন: Mid Day Meal: নিম্নমানের মিড ডে মিল দেওয়ার অভিযোগ, নিম্নমানের মিড ডে মিল দেওয়ার অভিযোগে


রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে বলেও অভিযোগ করেন মমতা। বলেন,, "কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। বঞ্চনা করছে। আর মিথ্যে বলছে। বিজেপি নেতারা গিয়ে বলছে, 'রাস্তায় টাকা দিও না, জলে টাকা দিও না, বাড়িতে টাকা দিও না, ১০০ দিনের কাজে টাকা দিও না। মানুষ উপকৃত হলে, আমরা কোন মুখে গিয়ে ভোট চাইব!' আমি বলি, তোমাদের লজ্জা হওয়া উচিত। কারণ এগুলো মানুষের টাকা। জনগণের কর থেকে টাকা তুলে নিয়ে যায় দিল্লি। আগে রাজ্য কর সংগ্রহ করত। এখন করে না। কাপড় কিনতে গেলেও জিএসটি কাটে। সেই টাকা কেন্দ্র পায়। আমাদের রাজ্যের ভাগটা পর্যন্ত দেয় না।"


কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে, বললেন মমতা


কেন্দ্রের এই বঞ্চনা সহ্য করেও, তাঁর সরকার সামাজিক সুরক্ষার প্রকল্পগুলি এগিয়ে নিয়ে যাচ্ছে বলে জানান মমতা। জানান, বাংলাই একমাত্র রাজ্য, যেখানে সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে সব মানুষকে মালার মতো একসূত্রে গেঁথে রাখা হয়েছে। মানুষের ভাল চান তাঁরা। মানুষ ভাল থাকলে, তবেই তাঁরা ভাল থাকবেন।