আশাবুল হোসেন, বিটন চক্রবর্তী ও ঋত্বিক প্রধান, কলকাতা: রামনবমীর মিছিলকে কেন্দ্র করে বাংলার মতোই অশান্তি ছড়ায় বিহারের কিছু অংশেও! যা ঘিরে বিরোধীদের যৌথ আক্রমণের মুখে বিজেপি! তাদের দাবি, ভোটের বাক্সে ফায়দা তুলতেই ফের সাম্প্রদায়িক অশান্তির খেলায় নেমেছে বিজেপি! পাল্টা অমিত শাহের ( Amit Shah )  গলায় শোনা গেছে হুঁশিয়ারি।


' আমরা ক্ষমতায় এলে দাঙ্গাকারীদের উল্টো করে ঝোলাব' বাংলায় অশান্তির প্রেক্ষিতে এবার অমিত শাহের কথা ধার করেই তাঁর দিকে চ্য়ালেঞ্জ ছুড়ে দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ( Mamata Banerjee ) । ' এ'কজন বলছেন দাঙ্গাবাজদের উল্টো করে ঝোলাবেন। আপনার দল বিজেপিই তো এখানে দাঙ্গায় উস্কানি দিচ্ছেন। এখানে উল্টো করে ঝোলাচ্ছেন না কেন? নিজের ঘর থেকে শুরু করুন। আয়নায় মুখ দেখুন, তারপর কথা বলুন। চোরকে বলছে চুরি করতে, আর গৃহস্থকে বলছে সাবধান করতে।' পাল্টা জবাবে শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) বলেন, 'আপনি দাঙ্গা করছেন ঝোলালে তো আপনাকেই ঝোলাতে হয় !'


'আজও ভুলিনি, দিদি ও দিদি'


২০২১-এর বিধানসভা ভোটের আগে, রাজ্যে প্রচারে এসে বিশেষ শব্দবন্ধ ব্য়বহার করে তৃণমূল নেত্রীকে নিশানা করেছিলেন নরেন্দ্র মোদি ( Narendra Modi ) । এদিন সেই প্রসঙ্গ তোলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। TMC নেত্রী বলেন, আমি আজও ভুলিনি, দিদি ও দিদি, ইস বার ২০০ পার !এদিন রিষড়ায় গিয়ে রাজ্য়পালের মুখেও উঠে প্রধানমন্ত্রীর প্রসঙ্গ। তিনি বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে আত্মনির্ভর ভারতের কথা বলেন, সেটাকে রুখে দেওয়ার চেষ্টা চলছে। আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর বাংলার কথাও বলে। আমরা সকলে মিলে অশুভ শক্তিকে উৎখাত করব' 


চাকরি ইস্য়ুতে চাঞ্চল্য়কর দাবি


নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রবল অস্বস্তির মধ্য়েই, ফের একবার চাকরি ইস্য়ুতে শুভেন্দু অধিকারীর জেলায় দাঁড়িয়ে চাঞ্চল্য়কর দাবি করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়! যার জেরে উঠে গেল আরও একাধিক প্রশ্ন!  মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ' এই জেলাতে কয়েকজন হার্মাদ আমাদের থেকে সবকিছু নিয়ে, যত চাকরি মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, মালদায় দেওয়া হয়েছে। আমরা তাদের হাত দিয়ে দিয়েছি। তারা অনেক জায়গায় বিক্রি করেছিল। আমরা জানতাম না। পুরুলিয়ায় চাকরিগুলো একটাও দেয়নি। এখানে বেচে দেওয়া হয়েছিল। আজকে সিবিআই, ইডিকে নিয়ে বড় বড় কথা বিজেপি নেতাদের। ' 


রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, মুখ্য়মন্ত্রী কাকে নিশানা করলেন?  নাম না করে কি তাঁর নিশানায় শুভেন্দু অধিকারী?