কলকাতা: এখনও পর্যন্ত নিশ্চিত কোনও খবর নেই। কিন্তু সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বৃহস্পতিবার নাইট রাইডার্সের প্রথম হোম ম্যাচে ইডেনের ভিআইপি বক্সে দেখা যেতে পারে তাঁকে। তিনি আর কেউ নন, স্বয়ং বলিউডের বাদশা শাহরুখ খান। প্রত্যেক মরসুমেই দলের প্রথম হোম ম্যাচে মাঠে উপস্থিত হওয়ার চেষ্টা করেন কিং খান। পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে দলের হারের পর ঘরের মাঠে ছেলেদের উদ্বুদ্ধ করতে উপস্থিত হতে পারেন স্বয়ং কেকেআরের মালিক। ফ্র্যাঞ্চাইজি সূত্রে খবর নিয়ে জানা গেল যে শাহরুখ যে কলকাতা আসছেন, তা নিশ্চিত। কিন্তু আরসিবির বিরুদ্ধে ম্য়াচেই কি না তা এখনও বলা যাচ্ছে না। তবে এবার কেকেআরের হোম ম্যাচগুলোয় ইডেনে দেখা যাবে কিং খানকে।
নেটে আগুন ঝড়ালেন ফার্গুসন
চোটের জন্য প্রথম ম্যাচ খেলতে পারেননি তিনি। তাঁর অভাবও বোধ করেছিল দল। কিন্তু দ্বিতীয় ম্যাচে আরসিবির বিরুদ্ধে নামার জন্য প্রস্তুত লকি ফার্গুসন। নাইটদের অনুশীলনে ইডেনে স্বমহিমায় দেখা গেল কিউয়ি পেসারকে। নেটে দীর্ঘক্ষণ বল করলেন কিউয়ি পেসার। চোট সারিয়ে যে তিনি ফিট হয়ে উঠেছেন ধীরে ধীরে, তা এদিন পরিষ্কার বোঝা গেল। লম্বা রান আপে, স্বভাবচরিত গতি বজায় রেখেই বল করে গেলেন।
ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ছিল। জাতীয় দলের জার্সিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠেও নামতে পারেননি। টুর্নামেন্ট শুরুর আগেই কেকেআর শিবিরে যোগ দিলেও প্রথম ম্যাচে খেলতে পারেননি লকি। ধোঁয়াশা ছিল যে ইডেনেও মাঠে আদৌ নামবেন কি না তিনি। তবে মঙ্গলবারের অনুশীলনে লকিকে যে ছন্দে দেখা গেল তাতে আরসিবির বিরুদ্ধে প্রথম একাদশে লকিকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের কড়া নজরদারিতে বেশ কিছুক্ষণ রানিং করলেন। এরপর জাতীয় দলের সতীর্থ আরেক নাইট টিম সাউদির সঙ্গে হেডভলি খেলতেও দেখা গেল এই পেসারকে।