কলকাতা: দুর্নীতি মামলায় একের পর এক নেতার নাম যত জড়িয়ে যাচ্ছে, ততই টেনে আনা হচ্ছে তাঁকেও। সেই নিয়ে কড়া মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, "আমি আগেও বলেছি, সমাজসেবা করতে রাজনীতিতে এসেছি আমি। নইলে এই ধরনের নোংরা রাজনীতি থেকে অনেক আগেই বিদায় নিতাম। এই ধরনের ব্ল্যাকমেলিংয়ের রাজনীতি পছন্দ করি না আমি। কুৎসা, অসত্য, অকথ্য ভাষায় কথা বলা, মানুষকে সম্মান না দেওয়া, ব্ল্যাকমেলিংয়ের রাজনীতি শুরু হয়েছে। বলছে টাকা না দিলে পোল খুলব! পোল কী! ভষাটাই আমার জানা নেই।"


দুর্নীতি নিয়ে লাগাতার কটাক্ষের জবাবে তীব্র প্রতিক্রিয়া মমতার


শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। গরুপাচার মামলায় গ্রেফতার (Cattle SMmuggling Case) হয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। নিত্য নতুন তাঁদের নামে-বেনামে বিপুল সম্পত্তি উঠে আসছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে উঠে আসছে (CBI, ED)। তাতে বিরোধীদের নিশানায় বার বার উঠে আসছে কালীঘাটের (Kalighat) কথা। দুর্নীতির টাকা ঘুরপথে কালীঘাটে মমতার বাড়িতেই ঢুকছে বলে প্রকারান্তরে বুঝিয়ে দিচ্ছেন তাঁরা। তার তীব্র প্রতিবাদ জানান মমতা। তিনি বলেন, "কয়লা পাচার, গরুপাচারের সব টাকা নাকি কালীঘাটে যাচ্ছে! কার কাছে যাচ্ছে, মা কালীর কাছে? নামটা বলুন না একটু! কার কাছে যাচ্ছে? কয়লা কার অধীনে? গরু কার অধীনে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে। সাহায্য চাইলে আমরা সাহায্য করতে পারি। তার বাইরে দায়িত্ব নেই আমাদের।"


আরও পড়ুন: Mamata Banerjee: ২৭ নয়, ৩০ বছর বয়স পর্যন্ত কনস্টেবল পদে আবেদন করা যাবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর


ভিন্ রাজ্য থেকে সীমানা দিয়ে গরু ঢুকতে দিতে চাননি বলে এর আগেও জানিয়েছিলেন মমতা। বুধবারও সেকথা শোনা যায় তাঁর মুখে। মমতা বলেন, "উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার, অসম, মধ্যপ্রদেশ, দিল্লি হয়ে গরু ঢুকছে। আমি তো বন্ধ করে দিয়েছিলাম! কিন্তু কোভিডের সময়ও বলা হয়েছিল, গাড়ি আটকানো যাবে না। অনেক দিন তো কাজ করেছেন অনেকে। একটু খোঁজ নিয়ে দেখুন! আমরা তো ১১ বছর ক্ষমতায় এসেছি। তার আগে কী হয়েছে? এখন তো অনেক কমে গিয়েছে! আর গরু, কয়লা স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব, আমাদের নয়। এখন ময়লা কাঁধ থেকে ঝেড়ে ফেললেই হল! মনে রাখবেন, কিছুদিন মানুষকে বোকা বানিয়ে রাখা যায়, সবসময় যায় না।"


কয়লা, গরুরু দায়িত্ব কেন্দ্রের, রাজ্যের নয়, বললেন মমতা


বিরোধীদের কটাক্ষের জবাব দিতে গিয়ে এ দিন মমতা আরও বলেন, "জেনেশুনে কোনও অন্যায় করিনি। মৃতদেহও দেখতে যাই না আমি। ভয় পাই। প্রমাণ ছাড়াই কেন অমর্যাদাকর কথা বলছেন? বিকাশবাবুদের বলছি, আপনাদের আমলে জন্মের শংসাপত্র কীভাবে দেওয়া হয়েছিল?  আমার পরিবারকে নোটিস পাঠালে আইনতই লড়ব। কিন্তু পরিকল্পিত ভাবে তৃণমূলকে কলঙ্কিত করা হচ্ছে।"