কলকাতা: রাত পোহালেই পুলিশ দিবস। তার আগে একাধিক বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। কনস্টেবলের চাকরিতে (Police Recruitment) নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা বাড়ানোর কথা জানালেন তিনি। মমতা জানিয়েছেন, পুলিশ কনস্টেবলের চাকরিতে আবেদনের ক্ষেত্রে এতদিন সর্বোচ্চ বয়সসীমা ছিল ২৭ বছর। এ বার তা বাড়িয়ে করা হল ৩০ বছর। মমতা জানিয়েছেন, প্রশিক্ষণ নিতে অনেক সময় চলে যায়। তাই বয়স বাড়ানোর দাবি আসছিল। সেই সিদ্ধান্ত মেনে নেওয়া হল।
রাজ্য এবং কলকাতা পুলিশের চাকরিতে একাধিক ঘোষণা মমতার
কোনও পুলিশকর্মী মারা গেলে, তাঁর পরিবারের কোনও সদস্য চাকরি পান। তাঁদের ক্ষেত্রে দৈহিক মাপজোক চাকরি পাওয়ার ক্ষেত্রে অন্তরায় হবে না বলে জানালেন মমতা। দৈহিক উচ্চতার নিরিখেই তাঁদের দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি (West BEngal Police)।
এ ছাড়াও, পদোন্নতিতেও বাড়ল বয়সসীমা। মমতা জানিয়েছেন, পদোন্নতির ক্ষেত্রেও ২৭ বছর থেকে বাড়িয়ে ৩৫ বছর করা হয়েছে বয়স। পুলিশ, সিভইক ভলান্টিয়ার, সিভিপক পুলিশ, সকলেই এর আওতায় আবেদন জানাতে পারবেন। বাড়ল পুলিশের গাড়িচালকদের বেতন। কলকাতা পুলিশের গাড়িচালকেরা এতদিন ১১ হাজার ৫০০ টাকা বেতন পেতেন। রাজ্য পুলিশের গাড়িচালকেরা পেতেন ১৩ হাজার ৫০০ টাকা। সেই ব্যবধান কমিয়ে যথাক্রমে ১৩ হাজার ৫০০ এবং ১৫ হাজার টাকা করার কথা বলেন মমতা। ঠিকা হিসেবে যাঁরা চালকের কাজ করেন, তাঁদের স্থায়ী ভাবে নিযুক্তিতে অগ্রাধিকার দেওয়ার কথাও বলেন তিনি (Kolkata Police)।
মমতা আরও জানান, কলকাতা পুলিশের এসিপি-ডিসিপি ইউনিফর্ম অ্যালাউন্স ১৫ হাজার টাকা। সমস্ত র্যাঙ্কের পুলিশ কর্মীদের ইউনিফর্ম অ্যালাউন্স দেওয়া হবে। তিনি জানান, উঁচুতলার লোকজনের কথা কানে পৌঁছলেও, নীচুতলার কর্মীদের কথা কানে পৌঁছয় না। কিন্তু তাঁর সরকার নীচু তলার পুলিশদের কথা শুনে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
পুলিশ কল্যাণ কমিটির তরফে হাতে পাওয়া আবেদন অনুযায়ীই সিদ্ধান্ত
পুলিশ দিবসের আগে, বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মমতা (Nabanna)। সেখানেই এই ঘোষণা করেন। তিনি জানান, পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটি রয়েছে। তাতে যে আবেদন জানানো হয়েছিল সেই অনুযায়ীই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি জানিয়েছেন, গতকালই আবেদনগুলি হাতে পান। তার পর আজই সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন।