কলকাতা: কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া না দেওয়ার অভিযোগ তুলে আজ থেকে রেড রোডে ধর্নায় বসেছেন মমতা। সেখানেই সভা থেকে কেন্দ্রের মোদি সরকারকে (PM Modi Government) তুলোধনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী। একদিকে রাজনৈতিক কারণে বিরোধীদের গ্রেফতার করার অভিযোগ তুললেন বিজেপির বিরুদ্ধে। অন্যদিকে ফের সিপিএম-কংগ্রেসকে একসারিতে রেখে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
অন্তর্বর্তী বাজেট নিয়ে মোদি সরকারকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কটাক্ষ, 'আগামী ২৫ বছরের রূপরেখা তৈরি করেছে, এখন মানুষ কী খাবে? ২৫ বছর পর সব করলে, ২৪-এর বাজেট করে কী লাভ?' আক্রমণ শানিয়েছেন সিএজি রিপোর্ট নিয়েও।
তাঁর মুখে উঠে এসেছে অভিষেকের প্রসঙ্গও। মমতার অভিযোগ, 'অভিষেকের কাছ থেকে এমন সব নথি চেয়েছে এজেন্সি, তখন অভিষেক জন্মায়নি।'
ধর্ম ও রাজনীতির প্রসঙ্গ তুলে, বাংলায় তীর্থক্ষেত্রগুলির উন্নয়নপ্রকল্প সামনে তুলে ধরেন তিনি। মমতার দাবি, 'ধর্ম আর রাজনীতি এক নয়, আমরাও দক্ষিণেশ্বরে স্কাইওয়াক করেছি। আমরা কখনও ধর্ম নিয়ে রাজনীতি করি না। ইসকন মন্দিরের জন্য ৭০০ একর জমি দিয়েছি।'
কেন্দ্রের বকেয়া নিয়েও তোপ দেগেছেন তিনি। কেন্দ্রের বিজেপি সরকারকে (BJP Government) নিশানা করে তাঁর প্রশ্ন, '২ বছর ধরে ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র। গরিবের টাকা লুঠ করে বাংলার মন জয় করবেন? কাজ করিয়েও কেন টাকা দেননি? জেলে যাওয়া উচিত। এখানে কিছু ঘটলেই টিম পাঠিয়ে দিচ্ছে। বলছে, ঘরে ঘরে জল দিয়েছে, ৭৫ শতাংশ কাজ করে রাজ্য। ৪০ শতাংশ টাকাও দেয় রাজ্য, আর প্রকল্পের নামে কেন্দ্রের বিজ্ঞাপন।'
ভোটের পর গ্যাসের দাম আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর তোপ, 'ভোটের পর গ্যাসের দাম আরও ৫০০ টাকা বাড়বে।' চাকরি নিয়ে তোপ দেগে বলেছেন, '২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বেকারত্ব বেড়েছে ৪৪ শতাংশ।'
হেমন্ত সোরেনকে গ্রেফতারির প্রসঙ্গ তুলে মমতা বলেন, 'দেশের একমাত্র আদিবাসী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও (Hemant Soren) গ্রেফতার করেছে, যা ইচ্ছে তাই করছে।' আশাকর্মীদের টাকা বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে তোপ দেগেছেন মমতা। সঙ্গে তাঁর হুঁশিয়ারি, 'যখন ক্ষমতায় থাকবে না, তখন কোথায় যাবে? টিকিট কাটা আছে তো?'
আরও পড়ুন: 'বসন্তের কোকিল ফটোশ্যুট করছে', নাম না করে রাহুলকে নিশানা?