সোমনাথ দাস, দাসপুর: পশ্চিম মেদিনীপুরের দাসপুরে (Daspur Fire) ধূপের কারখানায় ভয়াবহ আগুন লাগল। ভস্মীভূত হয়ে যায় গোটা কারখানা। বন্ধ ধূপের কারখানায় কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। এদিকে, লোকসভা ভোটের মুখে নিজের কেন্দ্রে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ফেসবুক প্রোফাইলে দুঃখপ্রকাশ করে কাজ হারানো পরিবারগুলির পাশে থাকার বার্তা দিয়েছেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। 


ধূপের কারখানায় অগ্নিকাণ্ড: দাসপুরের রসিকগঞ্জে ধূপের ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। গতকাল রাত ২টো নাগাদ ধূপের কারখানায় আগুন লাগে। দাহ্য পদার্থ মজুত থাকায় দাউদাউ করে জ্বলে ওঠে গোটা কারখানা। ধূপের কারখানা ঘিরে প্রায় দেড়-২ হাজার মানুষের কর্মসংস্থান হত বলে স্থানীয়দের দাবি। দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনলেও, সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, খবর দেওয়া হলেও দেরিতে পৌঁছেছিল দমকল। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয় বলে জানা গিয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনা ফেসবুকে পোস্ট করেছেন ঘাটালের তৃণমূলপ্রার্থী দেব। পাশে থাকার বার্তা দিয়ে তিনি লিখেছেন, "সকালেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের খবরটি আমি দেখলাম। অগ্নিকাণ্ডের ফলে বহু পরিবার কর্মহীন হয়ে পড়েছে জেনে আমার খুব খারাপ লাগছে। আমি মর্মাহত! রাজ্য সরকার, দল এবং আমি কর্মীদের পাশে রয়েছি।''           


গত কয়েকদিনে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রায়দিঘিতে রাতের আগুনে পুড়ে খাক হয়ে যায় বাজারের চার-চারটি দোকান। স্থানীয় সূত্রের খবর, গত সপ্তাহে সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ কাশীনগর বাজারের একটি মিষ্টির দোকানে প্রথম আগুন জ্বলতে দেখেন এলাকার কয়েকজন বাসিন্দা। নিমেষে আগুন ছড়িয়ে পড়েছিল আশপাশের কয়েকটি দোকানে। চারটি দোকান ভস্মীভূত হওয়ার পাশাপাশি একাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকলের দুটি ইঞ্জিনের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক অনুমান, মিষ্টির দোকান থেকেই আগুন ছড়ায়। মিষ্টির দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তা আরও ভয়াবহ চেহারা নেয় বলে অভিযোগ। ঘটনাস্থলে গিয়েছিল রায়দিঘি থানার পুলিশ। এলাকায় গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন স্থানীয় বিধায়ক অলোক জলদাতা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর শিলিগুড়ি সফর কাটছাঁট, আজই ফিরছেন কলকাতায়