কলকাতা: ফল থেকে সব্জি-যেখানেই হাত দেওয়া হোক না কেন, ছ্যাঁকা খেতে হচ্ছে ক্রেতাদের। দামের ধাক্কায় নাজেহাল সকলেই। এই পরিস্থিতিতে রাজ্যের বাসিন্দাদের কিছুটা সুরাহা দিতে সুলভে খাদ্যদ্রব্য বিক্রির পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই কাজে রাজ্যের অস্ত্র সুফল বাংলা। খোলা বাজারের তুলনায় কিছুটা কম দামে খাদ্যদ্রব্য ঘরে ঘরে পৌঁছে দিতে রাজ্যে বাড়ানো হবে সুফল বাংলা স্টল। ৩৩২টি থেকে বাড়িয়ে ৫০০ সুফল বাংলার স্টল তৈরির প্রস্তাব। তার সঙ্গেই ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে বিক্রি করা হয়। সেই গাড়ির সংখ্যাও বাড়ানোর পদক্ষেপ।
কী কী খাদ্যদ্রব্যে নজর:
প্রতিদিনের খাবারে যা যা লাগে তার অধিকাংশেরই দাম নিয়ন্ত্রণে রাখার পদক্ষেপ। ফলের মধ্যে কলা, শসা, তরমুজ, খেজুরের দাম নিয়ন্ত্রণে রাখার পরামর্শ। রমজান মাসে রোজা রাখার পর ফল খেয়ে কতা ভাঙা হয়, সেই কারণেই ফলের দাম কম রাখার নির্দেশ। দাম কম রাখার নির্দেশ আলু, পেঁয়াজ, ছোলা ও নানা ধরনের সব্জিরও।
সুফল বাংলায় কী দাম হবে?
সিঙ্গাপুরি কলা বাইরে ডজন ৬০-৭০ টাকা, সুফল বাংলায় ২৫ টাকা
পাকা পেঁপে বাইরে ৪৮ টাকা, সুফল বাংলায় ৪৫ টাকা
তরমুজ সুফল বাংলায় কেজিতে ২৫ টাকায়
পেঁয়াজ দুরকমের, তারমধ্যে সুখসাগর পেঁয়াজ মালদা-মুর্শিদাবাদ, আমলাশোলে তৈরি হচ্ছে। সেটা সুফল বাংলায় ১৫ টাকায় বিক্রি হবে
আলু দুরকম চন্দ্রমুখী ও জ্যোতি। সুফল বাংলায় ১৮ টাকা কেজিতে জ্য়োতি আলুর বিক্রি হবে।
এছাড়াও আদা, রসুনও কম দামে বিক্রি করা হবে। কম দামে রাখা হবে ছোলা ও ডালও।
কখন খোলা হবে দোকান:
প্রতিটি বাজারে থাকবে স্টল। সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত, বিকেল তিনটে থেকে সন্ধে সাতটা পর্যন্ত
আয়তনেও নজর:
সবাই যাতে পেতে পারেন, তার জন্য নির্দিষ্ট পরিমাণে প্যাকেট করে বিক্রি করা হবে। আলুর দুই কেজির প্যাকেট, পেঁয়াজের ১ কেজির প্যাকেট, কলা ২ ডজনের প্যাকেট। তাহলে কেউ একবারে কিনতে পারবেন না। সবাই সুবিধে মতো কিনতে পারবেন সুফল বাংলার স্টল থেকে। পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সুফল বাংলার কাজ অতিদ্রুত শুরু করার নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের লক্ষ্য রাখার নির্দেশ। পোস্তা বাজার কমিটিকেও দাম লাগামে রাখার বার্তা।
আরও পড়ুন: বগটুইকাণ্ডে সিবিআইয়ের হাতে পাকড়াও ৪, মুম্বই থেকে গ্রেফতার