আশাবুল হোসেন, দীপক ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: আমলাতন্ত্রে IAS এবং WBCS-দের মধ্যে সুযোগ সুবিধার বৈষম্য দূর করতে উদ্যোগী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। WBCS অফিসারদের জন্য একগুচ্ছ সুযোগ সুবিধা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বিশেষ ভাতা থেকে দ্রুত পদোন্নতি, জেলাশাসক হওয়ার সুযোগ, বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা, সবই রয়েছে তাতে।


বৃহস্পতিবার আমলাদের ভূয়সী প্রশংসা শোনা গেল মুখ্যমন্ত্রীর মুখে। পাশাপাশি, আমলাতন্ত্রে IAS এবং WBCS-দের মধ্যে সুযোগ সুবিধার বৈষম্য দূর করতে উদ্যোগী হলেন হলেন তিনি। 



মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, WBCS অফিসাররা কর্মরত অবস্থায় বেতন স্কেলের ঊর্ধ্বসীমায় পৌঁছে গেলে মাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন। জেলাশাসক ও মহকুমা শাসকরা যে বিশেষ ভাতা পান, তার সমান অঙ্কের ভাতা দেওয়া হবে WBCS অফিসারদের।


যেসব WBCS অফিসার দু’বছর বিশেষ সচিব হিসেবে কাজ করবেন, তাঁরা এবার থেকে বিভাগীয় প্রধান সচিব হিসেবে কাজ করার সুযোগ পাবেন। ভাল কাজ করলে WBCS অফিসারদের জেলাশাসক হওয়ার সুযোগ থাকবে। 


IAS-দের মতো WBCS-দের জন্যও প্রতিবছর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ''এখন থেকে সবাই সমান বিশেষ ভাতা পাবেন। কোনও ভেদাভেদ থাকবে না। বেতন ঊর্ধ্বসীমায় পৌঁছনোর পর চাকরির শেষ প্রান্তে এসে কাজের মেয়াদ থাকলেও বেতন বাড়ে না। এই সব ক্ষেত্রে আমলাদের মাসে ১০ হাজার টাকা করে অ্যালাওয়েন্স দেওয়া হবে।''


রাজ্যকে প্রয়োজন মতো IAS অফিসার দিচ্ছে না কেন্দ্র। পুরনো অভিযোগ এদিনও শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে। পাশাপাশি, রাজ্যের ৩ জেলার জেলাশাসকদের কাজের প্রশংসা করেছেন তিনি।


মুখ্যমন্ত্রী আরও বলেন, ''৩ জন জেলাশাসক খুব ভাল কাজ করছেন। পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূমের ডিএম ভাল কাজ করছেন। আমলারা পদে থাকেন সমস্যার সমাধান করার জন্য। রাজ্য সরকার অফিসারদের ভাল কাজের স্বীকৃতি দিয়েছে। খুব দ্রুত পদোন্নতির সুযোগ তৈরি করা হয়েছে।''


IAS এবং WBCS-দের মধ্যে সুযোগ-সুবিধার বৈষম্য দূর করতে উদ্যোগী মুখ্যমন্ত্রী। শাসক-বিরোধী চাপানউতোর তুঙ্গে। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান, ''এটাই এই সরকারের নীতি তেলা মাথায় তেল দেওয়া। এদের কাজই হল আমলাদের দিয়ে সবটা দখল নেওয়া। বেতন দিতে পারে না, শিক্ষক নিয়োগ করতে পারে না। শুধু আমলাদের ক্ষেত্রে সব দিতে পারে। এরা বুঝতে পারছে না মানুষ ক্ষেপে গেলে কারো ক্ষমতা নেই সরকারকে বাঁচানোর।''


 তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ''আইএএস-দের মতো ডব্লুবিসিএস-রাও প্রশাসনের গুরুত্বপূর্ণ অঙ্গ। তাঁরা ব্লক লেভেল থেকে গুরুদায়িত্ব সামলান। উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রীর ঘোষণা। রাজ্যের আমলাদের দাবিদাওয়াকে মর্যাদা দিয়েছেন।''


বৃহস্পতিবার নবরূপে সজ্জিত টাউন হলে ডব্লুবিসিএস অফিসার অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন আয়োজিত হয়। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী।


ঘুচল ভাতা-বৈষম্য