কলকাতা : তৃতীয় তৃণমূল সরকারের (Third TMC Government) বর্ষপূর্তিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) নিশানায় বিজেপি (BJP) ও অমিত শাহ (Ami Shah)। বিধানসভা ভোটের (WB Assembly Election) বছরখানেক পরে দু'দিনের সফরে রাজ্যে এসেছেন বিজেপির বর্ষীয়ান নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
নাম না করে নিশানা শাহ-কে
নাম না করে অমিত শাহর সমালোচনা করে তৃণমূল নেত্রী বলেন, ‘বাংলা অন্য রাজ্যের থেকে অনেক ভাল। আমরা করি লক্ষ্মীর ভাণ্ডার, ওরা করে কুৎসার ভাণ্ডার’। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indore Stadium) এদিন নিজে হাতে তৃণমূল সরকারের অন্যতম সফল প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারে (Lakshmir Bhandar) সুবিধাভোগীদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যে প্রসঙ্গে তিনি বলেন, '‘আমরা যা বলি করে দেখাই। ২০ লক্ষ মহিলার লক্ষ্মীর ভাণ্ডারে একসঙ্গে এদিন পৌঁছল টাকা। অন্যরা প্রতিশ্রুতি দিলে তা রাখে না। কোনও ঘটনা ঘটলে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়। কোনও রং দেখে বাংলায় বিচার হয় না। এটা উত্তরপ্রদেশ, বিহার নয়, এটা বাংলা।'
আক্রমণ বিজেপিকে
যে মঞ্চ থেকেই বিজেপিকে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'উত্তরপ্রদেশে থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ ধর্ষণ করে। বাংলায় এসব কখনও হয় না। আমি আমাদের কেউ দোষ করলে তাঁকেও ছাড়ি না। মেয়েদের জন্য কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্প রয়েছে। কৃষক, খেতমজুরদের জন্য আর্থিক সাহায্য দেওয়া হয়। স্বাস্থ্যসাথী প্রকল্পে রাজ্যের মানুষ বিনামূল্যে চিকিৎসা পায়।'
মোদি সরকারের সমালোচনা
কেন্দ্রীয় সরকারকেও চড়া সুরে আক্রমণ শানান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘স্বাস্থ্যসাথী প্রকল্পে রাজ্যের মানুষ বিনামূল্যে চিকিৎসা পায়। কেন্দ্রীয় সরকার ২ বার করে জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়েছে। পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম বাড়িয়ে মানুষের পকেট কাটছে। আড়াই কোটি মানুষ ৫ লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথীর সুবিধা পায়। বিনামূল্যে ডায়গনস্টিক সেন্টার হয়েছে, কেউ কখনও ভেবেছে?’
আরও পড়ুন- কোন পথে এগোবে দল? তৃতীয় তৃণমূল সরকারের বর্ষপূর্তিতে নজর রাজ্য কমিটির বৈঠকে