কলকাতা : রাজ্যে SIR প্রক্রিয়ার মধ্যেই ফের একবার নির্বাচন কমিশন ও বিজেপিকে একযোগে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিএলএ-দের নিয়ে বৈঠক করেন তিনি। সেখানে সুর চড়িয়ে তৃণমূলনেত্রী বলেন, "প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যা বিজেপি অফিস থেকে বলে দেওয়া হচ্ছে, তা-ই চেঞ্জ করা হচ্ছে। আমি শুনেছি, নির্বাচন কমিশনের অফিসে বিজেপির একটা এজেন্ট রেখে দিয়েছে। সে অনলাইনে যার ইচ্ছা নাম বাতিল দিচ্ছে। পুরো লিস্টটা করে দিচ্ছে বিজেপির পার্টির লোকেরা। এরকম নির্লজ্জ কমিশন আমি জীবনে দেখিনি। দেখতেও চাই না।" 

Continues below advertisement

SIR-এর খসড়া তালিকায় ৫৮ লক্ষের বেশি নাম বাদ গেছে, তা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। বাদ যাওয়া ভোটারদের পাশে দাঁড়াতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। তৃণমূল মনে করছে, এরমধ্যে প্রচুর বৈধ ভোটার রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে বা অন্যায়ভাবে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। ফলে, শুনানির সময় এই ধরনের ভোটারের পাশে থাকা খুব জরুরি। এই ধরনের বার্তাকে সামনে রেখেই আজ নেতাজি ইন্ডোরে BLA-দের নিয়ে বৈঠক করেন তৃণমূলনেত্রী। সেখানে প্রায় ১৪ হাজার বৈঠক যোগ দেন। তাঁদের একগুচ্ছ নির্দেশিকা দেন মমতা।

তাঁদের উদ্দেশে তৃণমূলনেত্রী বলেন, "যে সকল ভোটারকে বিএলও আন-ম্যাপড বলে চিহ্নিত করেছেন, তাঁদের সবাই শুনানির নোটিস পেয়েছেন কি না দেখতে হবে। এই সকল ভোটারের আগে থেকে ২০০২ রোলের কপি, কমিশনের নির্ধারিত প্রমাণপত্রের যে কোনও একটি সংগ্রহ করে রাখতে বলতে হবে। শুনানির সময় যাতে এই সমস্ত ভোটাররা উপস্থিত থাকেন সেটা সুনিশ্চিত করতে হবে। যাদের কাছে ১১টি প্রমাণপত্রের কোনওটি নেই, তাঁদের Permanent Residential Certificate রাখতে হবে। সার্টিফিকেট পাওয়ার জন্য দ্রুত আবেদন করতে হবে। শুনানির সময় ভোটাররা যাতে অহেতুক হয়রানির শিকার না হন, সেটা দেখতে হবে। বুথে বুথে ক্যাম্প তৈরি করতে হবে। এমএলএ, ব্লক প্রেসিডেন্ট. কাউন্সিলরদের দায়িত্ব নিয়ে এটা করতে হবে। যেসকল ব্যক্তি ফর্ম ৬, ফর্ম ৮ জমা দিচ্ছেন, তাঁর উপর নজর রাখতে হবে। আবেদনকারীকে হাসিমুখে সাহায্য করতে হবে। ভোটের জন্য অন্য রাজ্য থেকে যারা আসছেন, এসে নাম তুলতে চাইছেন...নজর রাখবেন। বাড়ি টু বাড়ি এবং অবজেকশন জানাতে হবে। বিজেপি আমাদের লোকেদের নামে অবজেকশন দিয়ে অনেক নাম কেটেছে। ওদের নামেও অবজেকশন দিতে হবে। শুনানির সময় প্রত্যেক বিএলএ-কে অতি অবশ্যই সমগ্র প্রক্রিয়ার উপর নজর রাখতে হবে। বিএলএ-ওয়ান, অ্যাসিস্ট করবে বিএলএ-টু। মাথায় রাখবেন এই পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রেও পরিকল্পনার অভাব হলে, আমাদের পার্টি অফিসে যোগাযোগ করবেন।" 

Continues below advertisement