বীরভূম: বগটুই গ্রামকে মডেল গ্রাম হিসাবে গড়ে তুলবে রাজ্য সরকার। কলকাতা ফেরার সময় রামপুরহাট স্টেশনে আশিস বন্দ্যোপাধ্যায়কে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বগটুই গ্রামের স্বজনহারাদের একাংশ মিহিলাল শেখ সহ কয়েকজন যোগ দিয়েছেন বিজেপিতে। বগটুই গ্রামে ১০ জনকে নৃশংসভাবে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে।


এদিকে এবার দল ছাড়লেন বগটুইয়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা সৈয়দ রিয়াজুল হক। শারীরিক অসুস্থতার জন্য়ই এই সিদ্ধান্ত বলে দাবি দলত্যাগী নেতার। গত বছর মার্চে সংখ্যালঘু অধ্যুষিত বগটুই গ্রামে ঘটেছিল হাড়হিম করা হত্যাকাণ্ড। ১০ জনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়। যে ঘটনা তোলপাড় ফেলে দিয়েছিল রাজ্য রাজনীতিতে। ২৫ এপ্রিল, সিউড়িতে ফিরহাদ হাকিমের উপস্থিতিতে বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠকে রামপুরহাটের ১ নম্বর ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি সৈয়দ রিয়াজুলকে বগটুইয়ের দায়িত্ব দেওয়া হয়। আর তার একমাস কাটতে না কাটতে সেই তৃণমূল নেতা পদত্যাগ করলেন।


বিজেপির দাবি, CBI-ED যেভাবে তদন্ত চালাচ্ছে, তাতে তৃণমূলের অনেকেই ভয় পাচ্ছে। বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, 'ইডি সিবিআই যেভাবে নেমেছে। তাতে আপন প্রাণ বাঁচা বলে অনেকেই পালাবে। তৃণমূল দলটাই থাকবে না। আর বগটুইয়ের দায়িত্ব পেয়েই বুঝেছিলেন তাঁকে বলির পাঁঠা করা হয়েছে।'যদিও দলত্যাগী তৃণমূল নেতার দাবি, শারীরিক অসুস্থতার জন্য সময় দিতে না পারায় দল ছেড়েছেন। রিয়াজুল হক বলেন, 'আমি আমার পারিবারিক অসুবিধা ও শারীরিক অসুস্থতার জন্য দল কে সময় দিতে পারছি না।' এই বিষয়ে তৃণমূলের বীরভূম জেলা সহ সভাপতি বলেন, 'দল ছাড়ায় প্রভাব পড়বে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করেন সবাই।'


গত ২১ মার্চ বগটুই হত্যাকাণ্ডের বর্ষপূর্তিতে স্বজনহারার বাড়িতে ঢুকতে গিয়ে, পরিবারের সদস্যদের বিক্ষোভের মুখে পড়েন স্থানীয় তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, সেদিনই শুভেন্দু অধিকারীর মিছিলে দেখা যায় স্বজনহারা পরিবারের সদস্য মিহিলাল শেখকে। এরপর ১৪ এপ্রিল সিউড়িতে অমিত শাহর সভাতেও এসেছিলেন মিহিলাল শেখ। তাঁর সঙ্গে কথাও বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর এবার বগটুই গ্রামকে মডেল গ্রাম হিসেবে গড়ে তোলার কথা বললেন মুখ্যমন্ত্রী। কলকাতা ফেরার সময় রামপুরহাট স্টেশনে আশিস বন্দ্যোপাধ্যায়কে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আশিস বন্দ্যোপাধ্যায় ওই ঘটনার পরে বগটুই গ্রামে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন।

আরও পড়ুন: স্বাদ আনে, স্বাস্থ্যের জন্য় উপকারী, তিল বীজ ব্যবহারে কী লাভ?