কলকাতা: সংসদ ভবন উদ্বোধনের পরেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ঘুরছে। বলা ভাল উপর-নীচে ২টি ছবি। একটি স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভার ছবি। আরেকটি ২৮মে নয়া সংসদ ভবন উদ্বোধনের একফাঁকে তোলা একটি ছবি। ঠিক সেই ছবিটাই ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। ছবিটি ট্যুইট করলেও কোনও কথা লেখেননি বাংলার মুখ্যমন্ত্রী। 


যে ছবিটি ট্যুইট করা হয়েছে তাতে উপরের ছবিতে রয়েছেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য সর্দার বল্লভভাই প্যাটেল, বি আর অম্বেডকর, ছবিতে রয়েছেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ। রয়েছেন মন্ত্রিসভার বাকি সদস্যরাও। তার নীচের ছবিটি ২৮ মে, ২০২৩ সালের। নয়া সংসদ ভবন উদ্বোধনের দিন। নয়া সংসদ ভবনে তোলা ওই ছবিতে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর পাশে দাঁড়িয়ে রয়েছেন দেশের প্রথমসারির সাধু-সন্তরা। যাঁদের সকলেই ২৮ মে-এর নয়া সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছিলেন।


 






কেন বিরোধিতা বিরোধীদের?
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানানো হয়নি নয়া সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠানে। যা নিয়ে প্রথম থেকেই বিজেপিকে নিশানা করেছেন বিরোধী দলগুলি। রাষ্ট্রপতি সাংবিধানিক প্রধান। তাঁর বদলে কেন প্রধানমন্ত্রী নয়া সংসদ ভবন উদ্বোধন করবেন সেই প্রশ্নই তুলেছিলেন বিরোধীরা। এই নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলাও করা হয়েছিল। রাষ্ট্রপতিতে আমন্ত্রণ না জানানোয় নয়া সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠান বয়কট করেছিল ২১টি বিরোধী রাজনৈতিক দল। সেখানে নিজেদের মধ্যে দূরত্ব ভুলে কাছে এসেছে কংগ্রেস, আরজেডি, তৃণমূল, সিপিএম, জেডিইউ, আপ-সহ আরও একাধিক রাজনৈতিক দল। তারপরই ২৯ মে এই ছবি ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


এরই মধ্যে ২৮মে আরও একটি সিদ্ধান্ত হয়েছে, যা সর্বভারতীয় রাজনৈতিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। আগামী লোকসভা নির্বাচন লক্ষ্যে রেখে বিরোধী জোট গঠনে নয়া মোড়। পাটনায় ১২ জুন বিরোধীদের প্রথম সম্মিলিত বৈঠক হতে চলেছে। সেই বৈঠকে তৃণমূলের সঙ্গে থাকছে কংগ্রেসও। হাজির থাকবে আরজেডি, জেডিইউ, ডিএমকে, এনসিপি সহ অধিকাংশ বিরোধী দল। পাটনায় (Patna) বৈঠক ডাকতে নীতীশ-তেজস্বীকে আগেই অনুরোধ জানিয়েছিলেন মমতা। সেই অনুরোধ মেনেই বৈঠক ডেকেছেন নীতীশ।


গতমাসেই কলকাতা এসে মমতার সঙ্গে দেখা করেছেন নীতিশ-তেজস্বী। তাঁরা পরে অখিলেশ যাদবের সঙ্গেও দেখা করেছেন। তারও আগে অখিলেশ যাদব রাজ্যে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন। কলকাতা মমতার সঙ্গে দেখা করেছিলেন জেডিএস-এর কুমারস্বামী। পুরীতে গিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে দেখা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তার বেশ কিছুদিন পরে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করার পরে নবীন পট্টনায়েক জানিয়েছিলেন আগামী লোকসভা ভোটে একাই লড়বে তাঁর দল বিজেডি। এই পরিস্থিতিতে, কর্নাটকে বিজেপির হারের আবহে লোকসভা ভোটের আগেই বিজেপিকে হারাতে বিরোধী মঞ্চ গড়ে তোলার চেষ্টায় রয়েছে অবিজেপি-অকংগ্রেসি আঞ্চলিক দলগুলো। তার মাঝেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এমন ট্যুইট কী কোনও অর্থ বহন করছে?


আরও পড়ুন: আর্থ্রারাইটিসের তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? রোজের মেনুতে রাখতে পারেন এই ফলগুলি, পাবেন উপকার