কলকাতা : হাইকোর্টের ( High Court ) নির্দেশে সিবিআইয়ের (CBI) শনিবার মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee )। সৌমেন নন্দী বনাম রাজ্যের মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য শুক্রবার অভিষেককে নোটিস পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই খবর শুনে শুক্রবারই মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়া দেন, ' বিজেপি চেষ্টা করছে, কিন্তু নবজোয়ার কর্মসূচি বন্ধ হবে না, তা চলবেই। অভিষেকের জায়গায় আমি নবজোয়ার যাত্রায় যোগ দেব। অভিষেককে আটকালে আমি নবজোয়ারে যাব।', সিবিআই নোটিস পাঠানোয় এভাবেই বিজেপিকে আক্রমণ করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
এর একদিন পর শনিবার অভিষেক যখন নিজাম প্যালেসে তখন মুখ্যমন্ত্রী ট্যুইটে লিখলেন, 'কেন্দ্রের হুকুমদারির সরকারের এজেন্সি-রাজ প্রতিদিন আমাদের কাজ কঠিন করে দিচ্ছে। অভিষেককে সিবিআই তলবের দিন ট্যুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী লেখেন, ২০১১ সালের ২০ মে, এই দিনে ৩৪ বছরের দৈত্যরাজের অবসান ঘটিয়ে বাংলায় মা-মাটি-মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। জনগণের কাজে নিজেদের উৎসর্গ করার জন্য আজ ফের একবার অঙ্গীকার করছি। কেন্দ্রের হুকুমদারির সরকারের এজেন্সি-রাজ প্রতিদিন আমাদের কাজ কঠিন করে দিচ্ছে। তবু দেশের লাখো মানুষ আমাদের সঙ্গে রয়েছে। লং লিভ ২০ মে। '
শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, ' অভিষেককে বিজেপি খুব ভয় পায়। খুব চমকায়। অভিষেককে আটকালে আমি নবজোয়ারে যাব। ইডি-সিবিআই তৃণমূলকে খুব ভয় পায় '
কয়লা পাচারকাণ্ডে একাধিকবার ED'র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন। আর শনিবার, নিয়োগ দুর্নীতি কাণ্ডে আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI-এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিবিআই তলবে যখন বাঁকুড়া থেকে কলকাতায় ফিরবেন বলে কর্মসূচিতে কাটছাঁট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই গর্জে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, 'অভিষেককে আটকে নবজোয়ার যাত্রা বন্ধ করা যাবে না। অভিষেককে আটকালে আমি নবজোয়ার যাত্রায় যাব। রাজনৈতিকভাবে লড়াই করতে পারছে না বলে অভিষেককে এজেন্সি দিয়ে ডেকে পাঠাচ্ছে' । তারপরই শনিবার এই পোস্ট।
২০১১ সালে এই দিনেই রচিত হয় নতুন ইতিহাস ৷ ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী হয়ে মহাকরণে প্রবেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জনজোয়ারের মধ্যে রাজভবন থেকে নজিরবিহীনভাবে পায়ে হেঁটে মহাকরণে পৌঁছন মুখ্যমন্ত্রী ৷ মহাকরণে ঢুকেই মন্ত্রিসভার সঙ্গে বৈঠক সারেন ৷ কাজ শুরু করেন মুখ্যমন্ত্রী হিসেবে ৷ তারপর কেটে গেল একটা যুগ !
আরও পড়ুন :
রোজ খাবার প্যাক করছেন অ্যালমিনিয়াম ফয়েলে ? কতটা ক্ষতি জানেন ?