কলকাতা: ‘মীরজাফর’ বলে একদিন আগেই নিশানা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ফের শোনা গেল ‘মীরজাফর’ কটাক্ষ। এবার যদিও শাহের নাম মুখে আনেননি তিনি। তবে আক্রমণ শানিয়েছেন ঝাঁঝাল সুরে। (Mamata Banerjee)

Continues below advertisement

বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের প্রস্তুতি শুরু হয়েছে। সেই আবহেই আবার নদিয়ার দুই বাসিন্দার কাছে অসম থেকে NRC-র নোটিস পৌঁছেছে বলে খবর। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি-কে তীব্র আক্রমণ করেছেন মমতা। আর তাতেই ফের ‘মীরজাফর’ কটাক্ষ শোনা গেল তাঁর মুখে। (SIR in West Bengal)

বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মমতা। তিনি বলেন, “এটা SIR নয়, NRC-র চক্রান্ত। ধিক্কার জানাই বিজেপি-কে, সেই সব সংস্থাকে, যারা বিজেপি-র কথায় রাজনীতি করছে। শিক্ষা-সংস্কৃতি, উৎসব, ভোটার তালিকা, সবের গৈরিকীকরণ চলছে। একজন মীরজাফর রয়েছেন দিল্লিতে। জীবনে এই মীরজাফরদের মৃত্যু হয় না।  তারা চিরকাল নানা কাজের মধ্যে দিয়ে বেঁচে থাকে। মীরজাফররা মনে করে করছেন, তাঁরাই শেষ কথা বলবেন। এসব করতে গেলে কিন্তু অনেক ব্যাপার আছে, দাঙ্গা-সহ অনেক মামলা আছে। ঝুলি থেকে বিড়াল কিন্তু বেরিয়ে পড়বে! NRC নিয়ে খেলার চেষ্টা করবেন না।”

Continues below advertisement

SIR-এর নাম করে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া হলে, তার পরিণাম ভাল হবে না বলে এদিন হুঁশিয়ারি দেন মমতা। নির্বাচন কমিশনকেও একহাত নেন তিনি। বলেন, “ঠিক এই সময়টাকে বেছে নিয়েছেন। এই সময় মানুষ বাইরে যান, উৎসব নিয়ে ব্যস্ত থাকেন, দুর্যোগে সব হারিয়েছেন বহু মানুষ। তার মধ্যেই NRC-র নোটিস। মানে সামনে SIR, আড়ালে NRC. তার মানে কি সামনে SIR, আর পিছনে মীরজাফর স্যর? ভোটের নামে SIR, পিছনে মীরজাফর স্যর? গায়ের জোরে বাংলা দখল করবেন? কোনও দিন পারবেন না। বাংলার মানুষ আপাদের বিশ্বাস করে না। বাংলাকে বঞ্চিত করেছেন, লাঞ্ছিত করেছেন, বাংলার প্রকল্প বন্ধ করে দিয়েছেন।” 

 

এক দিন আগেও মমতার মুখে ‘মীরজাফর’ কটাক্ষ শোনা যায়। সরাসরি শাহকে নিশানা করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে বলেন, “অমিত শাহকে বিশ্বাস করবেন না। একদিন উনি বড় মীরজাফর হয়ে যাবেন।” এদিন ফের একই কটাক্ষ শোনা গেল তাঁর মুখে। SIR নিয়ে এদিন কেন্দ্রীয় সরকার, বিজেপি-কে আক্রমণ করেন তিনি। বৈধ নাগরিকদের নাম বাদ গেলে বরদাস্ত করা হবে না বলে জানান। মমতা বলেন, "ব্লক অফিসারদের ডেকে হুমকি দিচ্ছে। টিম সার্ভের নামে তিনটি অফিস থেকে চার অফিসার BLO-দের ডেকে হুমকি দেওয়া হচ্ছে এখন। ওটা ফিল্ড সার্ভে নয়, ওটা শো অফ। বলা হচ্ছে, তাঁদের ইচ্ছে মতো কাজ করতে হবে। বিহারে পেরেছিলেন, কারণ ওখানে বিজেপি-র সরকার, ডাবল ইঞ্জিন সরকার। বিহারের পার্টি অফিস, এজেন্সি যা তৈরি করে দিয়েছিল, করেছেন। বাংলা কিন্তু আলাদা। এখানে অনেক সম্প্রদায়ের মানুষ আছেন।"