অর্ণব মুখোপাধ্যায়, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : গার্ডেনরিচে বহুতল-বিপর্যয়ের ঘটনায় সোশাল মিডিয়ায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ( Mamata Banerjee ) । অসুস্থ অবস্থাতেই এলেন গার্ডেনরিচের পাহাড়পুরে। মাথায় ব্যান্ডেজ ও কালো ওড়না। 


সকাল ৯টা ১০-এ দুর্ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী। গাড়ি থেকে নেমে হেঁটে ঘুরে দেখেন গোটা এলাকা। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন সুজিত বসু, ফিরহাদ হাকিম, মালা রায়রা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এদিন শোনা যায় বেআইনি নির্মাণের কথা। স্থানীয় মানুষের অভিযোগ পেয়ে, তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপর সংকীর্ণ রাস্তা দিয়েই তিনি চলে যান হাসপাতালে। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট, গার্ডেনরিচে নির্মীয়মাণ বাড়ি ভেঙে পড়ার ঘটনা জেনে ব্যথিত। মেয়র, দমকলমন্ত্রী, পুলিশ, পুলিশ কমিশনার, বিপর্যয় মোকাবিলা দল সারারাত ধরে কাজ করছে। মৃতদের পরিবারকে আমরা আর্থিক সাহায্য করব। আহতদেরও আর্থিক সাহায্য করা হবে। ক্ষতিগ্রস্তদের পাশে আছি, উদ্ধারকাজ চলছে। সোশাল মিডিয়ায় পোস্ট করেন মুখ্যমন্ত্রী।              


 






সোমবার ঘটনাস্থলে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এখন কপালে ক্ষত। শরীর অসুস্থ। তবুও তিনি ছুটি যান পাহাড়পুরে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ফিরহাদকে জিগ্যেস করে তিনি জানতে পেরেছেন, প্রশাসনের অনুমতি ছিল না বাড়িটি তৈরিতে। মুখ্যমন্ত্রীর আশ্বাস পরিবারের পাশে দাঁড়াবে সরকার। এছাড়া ভেঙে যাওয়া বাড়ি , তৈরি করে দেওয়া হবে বলেও কথা দেন তিনি। এলাকা ঘুরে দেখে মুখ্যমন্ত্রী বলেন, এটা খুব ঘিঞ্জি এলাকা। মন্ত্রীরা সারা রাত এখানে ছিলেন। কিছু কিছু প্রোমোটার বেআইনি ভাবে বাড়ি তৈরি করেন। তাদের একটু ভাবা দরকার, এখানে আশপাশে যাঁরা আছেন তাঁদের যাতে ক্ষতি না হয় ! তিনি আরও বলেন, এখন রমজান মাস চলছে। এখানে অনেক মানুষ উপোস করেন। তা সত্ত্বেও সারা রাত এলাকার মানুষ উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। তিনি এই বিপর্যয়ে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাষ করেন। আশঙ্কাপ্রকাশ করেন আটকে থাকা মানুষদের নিয়েও। তবে তিনি জানান, বেআইনি কাজ যারা করেছে,তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।