কলকাতা: গত নভেম্বরে কোলে এসেছে একরত্তি। দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) ও পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। সুখবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলেও একরত্তির কোনও ছবি তাঁরা প্রকাশ্যে আনেননি। যদিও তাঁদের দু'জনের সোশ্যাল মিডিয়া পেজজুড়ে রাজত্ব করে ছেলে ইউভান (Yuvaan)। এবার সেখানে এক ঝলক দেখা মিলল ইয়ালিনীরও (Yaalini)। বয়স এখন তার প্রায় মাস চারেক।
প্রকাশ্যে রাজ-শুভশ্রীর মেয়ের ছবি
প্রায় সাড়ে তিন-চার মাসের অপেক্ষা, অবশেষে কি ভক্তদের অনুরোধ রাখলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রবিবার নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন। এমনিতেই তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। তবে হঠাৎ তাঁর এমন স্টোরির আশা বোধ হয় কেউই করেননি।
ইউভানের জন্মের পরপরই তাঁর ছবি প্রকাশ্যে এনেছিলেন তারকা দম্পতি। তবে ইয়ালিনির ক্ষেত্রে এমনটা করেননি তাঁরা। ৩০ নভেম্বর, ২০২৩ সালে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে রাজ জানান যে তাঁদের কোলে এসেছে কন্যা সন্তান, দাদা হয়েছে ইউভান। যদিও এরপর প্রায়ই তাঁদের অনুরাগীরা একরত্তির ছবি দেখতে চেয়েছেন। বলা ভাল সেই অনুরোধ রেখেই হয়তো মেয়ের এক ছোট্ট ঝলক স্টোরিতে পোস্ট করেন অভিনেত্রী, যা অবশ্যই ২৪ ঘণ্টা পর মুছে যাবে। যে ছবি পোস্ট করলেন সেখানেও মুখ দেখা যাচ্ছে না ইয়ালিনীর। শুধু বোঝা যাচ্ছে মাস চারেকেই বসতে শিখে গেছে তারকা কন্যা। মাথার চুলে মিষ্টি ঝুঁটিও কাড়বে নজর। ছবিতেই হার্ট ইমোজি দিয়ে মেয়ের নাম লেখেন মা। তার আগেই আকৃতি কক্করের সঙ্গে এক খুদেকে কোলে নিয়ে ছবি পোস্ট করেন শুভশ্রী। সেই একরত্তি অবশ্য গায়িকার ছেলে। তিনিও কিছুদিন আগেই মা হয়েছেন।
প্রসঙ্গত, গত ৩০ নভেম্বরই, নিজের মেয়ের নাম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঘোষণা করেন পরিচালক রাজ চক্রবর্তী। একটি মিষ্টি পোস্ট করে লেখেন, 'উই আর ব্লেসড উইথ এ বেবি গার্ল। আমাদের পৃথিবীতে স্বাগত ইয়ালিনী চক্রবর্তী (Yaalini Chakraborty)।' ইয়ালিনী নামের আক্ষরিক অর্থ 'সুরেলা'। অন্যদিকে দেবী সরস্বতীর অপর নাম ইয়ালিনী। এর আগে, ওইদিন দুপুরেই ট্যুইটারে পোস্ট করেন পরিচালক, খবর দেন পরিবারে 'রাজকন্যা' এসেছে। তাঁদের পোস্টে মৌনি রায়, রানা সরকার, মনামী ঘোষ, সায়নী গুপ্ত, পূজা বন্দ্যোপাধ্যায়, আকৃতি কক্কর, রুকমা রায়, সৌরভ দাস প্রমুখ তারকারা জানান শুভেচ্ছা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।