কলকাতা : এবার বিধানসভায় কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী ( Mamata Banerjee )। ফের তাঁর মুখে, কেন্দ্রের বিরুদ্ধে আবাস যোজনার টাকা  ( PM Awas Yojona ) আটকে রাখার অভিযোগ। রাজনৈতিক কারণে দেওয়া হচ্ছে না টাকা, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী। 

'গৃহ নির্মাণের জন্য অর্থ কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে'


বিধানসভায় মুখ্যমন্ত্রীর অভিযোগ, 'রাজ্যে গৃহ নির্মাণের জন্য অর্থ কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। একাধিক বার আমরা আলোচনা করেছি, কেন্দ্রকে বলেছি। একেবারেই রাজনৈতিক উদ্দেশ্যে এই টাকা আটকে রাখা হয়েছে', অভিযোগ মুখ্যমন্ত্রীর।

এছাড়াও তিনি অভিযোগ করেন, রাজ্যে সংখ্যালঘু উন্নয়নে চলতি বছরে কোনও টাকা দেয়নি কেন্দ্র। সেই সঙ্গে তিনি বিরোধীদের উদ্দেশে বলেন, আপনাদের কিছু বলার থাকলে আপনারা আমার কাছে এসে বলবেন। 


'ডবল ইঞ্জিন এরোপ্লেনের ব্যবস্থা করতে কেন্দ্রকে বলুন !'


এখানেই তিনি থেমে থাকেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, 'কোচবিহার, বালুরঘাট বিমানবন্দরের কাজ শেষ। মালদায় বিমানবন্দর তৈরির কাজ শেষ পর্যায়ে। এরপর বাকি কাজ করবে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। কেন্দ্র এ নিয়ে গড়িমসি করছে' , অভিযোগ মুখ্যমন্ত্রীর। তিনি আরও বলেন, 'এরপর হাসিমারাতেও বিমানবন্দর গড়ে তোলার কথা ভাবা হচ্ছে'। বিধানসভায় বিজেপি বিধায়কদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, 'বিরোধীদের কাছে অনুরোধ, তাঁরা যেন কেন্দ্রকে বলেন বিমানবন্দর দ্রুত চালুর অনুমতি দিতে'। কটাক্ষের সুরে মুখ্যমন্ত্রী বলেন, ডবল ইঞ্জিন এরোপ্লেনের ব্যবস্থা করতে কেন্দ্রকে বলুন ! 

সংসদের বাদল অধিবেশনে মণিপুরকাণ্ডের প্রতিবাদে উত্তাল হয় সংসদের দুই কক্ষ। সংসদের বাইরে বিক্ষোভ দেখালেন বিরোধীরা। সেখানে সামিল হন, অধীর চৌধুরী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে অভিষেকও একদিকে যেমন ডাবল ইঞ্জিন সরকারের প্রতি কটাক্ষ ছুড়ে দেন, তেমনই আবাস যোজনায় টাকা আটকে রাখার অভিযোগ তুলে কেন্দ্রের জবাব চান তিনি।     

এর আগে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হন। তখন তিনি বলেন, '১০০ দিনের কাজ বন্ধ করে দিয়েছে। কারণ পরপর ৫ বার প্রথম হয়েছিলাম। গরিব মানুষের টাকা দেওয়া হয়নি। আর ২৫ কোটি টাকা দিয়ে গিফট দিচ্ছে। ১০০ কোটি টাকা দিয়ে গিফট দিচ্ছে আর সার্টিফিকেট কিনছে ।আর ১০০ দিনের কাজ সবচেয়ে গরিব খেটে খাওয়া মানুষ, তাদের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। '  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial