আশাবুল হোসেন, কলকাতা: পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে থেকেই দলের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir) । এই পরিস্থিতিতে এবার নাম না করে দলীয় বিধায়ককে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) । বললেন, রেজিনগরে একজন আছেন যিনি গুন্ডামি করেন। আমাদের হলেও আমি এটাকে সমর্থন করি না।
ভোটের আগে থেকেই বারবার মুর্শিদাবাদে প্রকাশ্যে এসেছে তৃণমূলের (TMC) অন্তর্দ্বন্দ্বের ছবি। জেলা নেতৃত্বের বিরুদ্ধে বারবার সরব হয়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। কখনও জেলা নেতৃত্বের বদল চেয়ে তোপ দেগেছেন। কখনও প্রার্থী করা নিয়ে দলের বিরুদ্ধেই সরব হয়েছেন।
শুধু তাই নয়, কখনও মুর্শিদাবাদে তৃণমূলের সংগঠনে ধস নামানোর হুঁশিয়ারি দিয়েছেন। কখনও আবার মুখ খুলেছেন খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই। পঞ্চায়েত ভোটের আগে থেকেই দলের বিরুদ্ধে বারবার সরব হয়েছে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। পঞ্চায়েত ভোট পর্বে হিংসা নিয়ে দলকেই কাঠগড়ায় তুলেছিলেন তিনি। মুখ খুলেছিলেন মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধেও। তিনি বলেছিলেন, 'আপনি তো মুখ্য়মন্ত্রী, পুলিশ মন্ত্রী, তাহলে এত খুনোখুনি কেন হচ্ছে? কেন মানুষ নিজেদের অধিকার প্রয়োগ করতে পারবে না।'
এই পরিস্থিতিতে নাম না করে দলীয় বিধায়ককে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বৃহস্পতিবার বিধানসভায় তিনি বলেন, 'কিছু ঘটনা ঘটেছে, সেগুলো না ঘটলেই ভাল হত। রেজিনগরে একজন আছেন যিনি গুন্ডামি করেন। আমাদের হলেও আমি এটাকে সমর্থন করি না।'
কদিন আগেই খোলাখুলি নির্দলদের সমর্থন করার কথা বলেছিলেন হুমায়ুন কবীর। নির্দলদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিলে তাঁরা মুক্ত হয়ে যাবেন বলেও মন্তব্য করেছিলেন। ভোট হিংসা নিয়েও সরব হয়েছিলেন। ২১ জুলাইয়ের আগেই তিনি বলেছিলেন, 'বোমাবাজির জেরে ভোটের রেজাল্ট নেগেটিভ হয়েছে। এমন পঞ্চায়েত ভোটের জন্য দায়ী কমিশন। সুষ্ঠু নির্বাচনের কোনও অভিজ্ঞতাই নেই পুলিশ ও কমিশনের।' এতেই শেষ নয়। হুমায়ুনের আরও প্রশ্ন, 'এই আচরণ যদি বুদ্ধবাবুর পুলিশ করত, তা হলে কি পরিবর্তন হত? অতীত ভুললে চলবে না।' বিজেপির বিডিও অফিস ঘেরাও নিয়েও বার্তা দিয়েছেন তিনি। বলেছেন, 'বিরোধীরা যে আন্দোলন করছে, আগামীকাল বিজেপি যে বিডিও অফিস ঘেরাও করবে তা ন্যায্য।'
মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তা প্রসঙ্গে প্রতিক্রিয়ার জন্য় হুমায়ুন কবীরের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনও মন্তব্য় করতে চাননি।
আরও পড়ুন: ডেঙ্গি মোকাবিলায় কী পদক্ষেপ? নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের