মেদিনীপুর : দলে কেউ কেউকেটা নয়। যারা মানুষের কাজ করবে না তারা ঘরে বসে যান। ‘আমি নয় আমরা’-ই তৃণমূলের স্লোগান। মানুষের পাশে দাঁড়ালে তবেই নেতা। দলীয় কর্মীদের হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সঙ্গে একহাত নিলেন কেন্দ্রকে। অভিযোগ করলেন , ১০০ দিনের কাজে পাঁচ মাস টাকা দিচ্ছে না কেন্দ্র। মূল্যবৃদ্ধি ঢাকতে হিন্দু-মুসলমান বিভেদের হিংসা ছড়ানো হচ্ছে, দাবি মমতার। বিজেপি নেতাদের কাছে জবাব চেয়ে ব্লকে ব্লকে ধর্নার আবেদন।
'মানুষ মারার সরকার'
বক্তব্যের আগাগোড়াই উগরে দিলেন কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ। বললেন ' এই সরকার মানুষ মারার সরকার। পেট্রোল-ডিজেল থেকে ওষুধ সব কিছুর দাম বাড়িয়েছে। মানুষের পকেট কেটে লুঠ চলছে। '
'তৃণমূল কংগ্রেস ভারতকে পথ দেখাবে'
বিজেপির বিরুদ্ধে এককাট্টা লড়াই করতে ফের একবার মা-বোনেদের এগিয়ে আসার ডাক দিলেন দলনেত্রী। বললেন, ‘যারা মানুষের কাজ না করে নিজের কাজ করছেন, ঘরে বসে যান। মেয়েদের বেশি করে সংগঠনের সামনের সারিতে আনতে হবে। তৃণমূল কংগ্রেস আমার সৃষ্টি, সেই সৃষ্টি বৃথা যেতে পারে না। তৃণমূল কংগ্রেস ভারতকে পথ দেখাবে। ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে দিল্লিও হাতের মুঠোয় হবে’
কেন্দ্রকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন :
- ‘কেন্দ্রীয় সরকার আইসিডিএসের টাকা বন্ধ করে দিয়েছে’
- ‘বাংলা থেকে টাকা তুলে নিয়ে যায়, কিন্তু প্রকল্পের টাকা দেয় না’
- ‘রাজ্যের প্রাপ্য ৯২ হাজার কোটি টাকা মোদি সরকার আজও দেয়নি’
- ‘প্রতিদিন গ্যাসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে’
- ‘মানুষের পকেট কেন্দ্রীয় সরকার লুঠ করছে’
- ‘পেট্রোল-ডিজেল, গ্যাস, ৮০০ ওষুধের দাম বাড়িয়েছে কেন্দ্র’
- ‘এই সরকার মানুষ মারার সরকার’
- ‘কেউ ২০০ টাকা কাটমানি নেয় তা চোখে দেখা যায়’
- ‘কিন্তু কেন্দ্রীয় সরকার ১৭ লক্ষ কোটি টাকা কাটমানি খেয়েছে’
- ‘মূল্যবৃদ্ধি ঢাকতে হিন্দু-মুসলমানের মধ্যে হিংসা ছড়াচ্ছে’
- ‘১০০ দিনের কাজে ৫ মাস ধরে টাকা দিচ্ছে না কেন্দ্র’
- ‘বিজেপি নেতাদের কাছে জবাব চান, ব্লকে ব্লকে ধর্না দিন’
- ‘আগামী দিনে দেশ বিক্রি করে দেবে এই সরকার’
- ‘পাড়ায় পাড়ায় প্রতিরোধ গড়ে তুলুন’
- ‘ব্লকে ব্লকে মিটিং করে কর্মীদের সঙ্গে দূরত্ব কমাতে হবে’