কলকাতা: সরাইঘাট এক্সপ্রেসে মালদার উদ্দেশে রওনা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) । কাল প্রশাসনিক বৈঠকের পর যোগ দেবেন নবজোয়ার কর্মসূচিতে। কাল ইংরেজবাজারে অভিষেকের ক্যাম্পে যাচ্ছেন মমতা। 


মালদার উদ্দেশে রওনা মুখ্যমন্ত্রীর: ২৫ এপ্রিল কোচবিহারের সাহেবগঞ্জ থেকে ২ মাস ব্যাপী 'তৃণমূলে নব জোয়ার' কর্মসূচির সূচনা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসংযোগ যাত্রার দশম দিনে এবার মালদায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'নব জোয়ার' যাত্রায় যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে বুধবার মালদায় প্রবেশ করে তৃণমূলের নব জোয়ার যাত্রা। বৃহস্পতিবার মালদায় প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। তারজন্য এদিনই দুপুরে মালদা রওনা হন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ইংরেজবাজারে কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল সূত্রে খবর, প্রশাসনিক বৈঠক সেরে ইংরেজবাজারে চলে যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অধিবেশনে যোগ দেবেন।                                             

২৫ এপ্রিল থেকে শুরু হওয়ার পর, গত ৯ দিনে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর হয়ে মালদায় প্রবেশ করেছে। পঞ্চায়েত নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি। যেখানে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ, জনসভা, রোড শো-র পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে স্থানীয়দের মতামতকে গুরুত্ব দিতে গোপন ব্যালটের মাধ্যমে প্রার্থী বেছে নেওয়ার প্রক্রিয়াও শুরু করেছে তৃণমূল।                         


কিন্তু শুরুর দিন থেকেই গোপন ব্যালটে প্রার্থী বাছাই ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে। কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল ছেড়ে বেরিয়ে যাওয়ার পর, আবার কখনও অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশের তাবুতে উপস্থিত থাকার সময়ই গোপন ব্যালট নিয়ে নেতা-কর্মীদের হাতাহাতিতে জড়িয়ে পড়তে দেখা গেছে। ছেড়া হয়েছে ব্যালট। ভেঙে দেওয়া হয়েছে ব্যালট বক্স। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুরু করা তৃণমূলে নব জোয়ার কর্মসূচিতে যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে কটাক্ষের সুর বিরোধীদের গলায়। এদিকে জনসংযোগ যাত্রার নবম দিনে এদিন মালদার হবিবপুরে বিবেকানন্দর মূর্তিতে মালা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ঢাক বাজাতেও দেখা যায় ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদকে। এরপর হবিবপুরের পাকুয়া হাট থেকে পদযাত্রা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: Heart Attack : হার্টের অসুখের প্রধান কারণই ব্লকেজ, কোন কোন পরীক্ষায় আগাম ধরা পড়বে ?