কলকাতা : গত অগাস্টেই নবান্ন থেকে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যাওয়ার পথে প্রথমে ফোনালাপে ও পরে চিঠিতে প্রধানমন্ত্রী মোদিকে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর কাছে একাধিক অভিযোগ তোলেন রাজ্যের বন্যা পরিস্থিতিতে ডিভিসির জল ছাড়ার ভূমিকা নিয়ে। সেবারও বন্কেযাকে ম্যান মেড’ আখ্যা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও একইভাবে মুখ্যমন্ত্রী ৮ জেলার বন্যা পরিস্থিতিকে 'ম্যান মেড'-ই বললেন তিনি।
এ বার প্রধানমন্ত্রীকে একটি চিঠি দিয়ে সমস্ত বিষয় উল্লেখ করে সুরাহা চাইলেন মুখ্যমন্ত্রী। তিনি ক্ষোভ উগরে দিয়ে লেখেন, ‘সময়ে পরিকাঠামোগত পদক্ষেপ না করায় প্রতি বছর ম্যান মেড বন্যা হচ্ছে পশ্চিমবঙ্গে। সেই সঙ্গে কেন্দ্রকে অবিলম্বে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার পরামর্শ দেন তিনি। সেই সঙ্গে ৪ অগাস্ট পাঠানো চিঠির উত্তর না পাওয়ায় উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। প্রকাশ্যেই বলেছিলেন, আবারও বললেন, ‘ডিভিসি পরিকল্পনাহীনভাবে জল ছাড়ায় রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে’। মুখ্যমন্ত্রীর আর্জি, 'অবিলম্বে সংশ্লিষ্ট দফতর পদক্ষেপ করুক’। প্রধানমন্ত্রীকে দেওয়া ৪ পাতার চিঠিতে বললেন মুখ্যমন্ত্রী ।
মুখ্যমন্ত্রী আগেও অভিযোগ করেন, ' প্রত্যেক বছর একমরম করে বন্যা করাচ্ছে। এটা বর্ষা বেশি হচ্ছে বলে নয়, এটা ম্যান মেড বন্যা। আগেও, সাত-আটটা চিঠি দিয়েছি। কোনও সুরাহা হয়নি। ' অগাস্টেও DVC নিয়ে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতেও, সেই ম্যান মেড বন্যার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন ' ডিভিসির পাঞ্চেত, মাইথন এবং তেনুঘাট জলাধার থেকে প্রায় ২ লক্ষ কিউসেক জল ছাড়ার ফলে হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও এবং পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গেছে।...পশ্চিমবঙ্গ নদীমাতৃক রাজ্য। DVC-র জলাধার থেকে প্রচুর জল ছাড়ায় প্রতিবছরই ম্যান মেড বন্যা হয়। ২০১৫-র পর, ২০১৭, ২০১৯ ও ২০২১ সালে ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখোমুখি হতে হয় রাজ্যকে। '
গত ২ অক্টোবর, রাজ্যের ৮ জেলায় বন্যা পরিস্থিতির জন্য, ফের DVC’কেই দায়ী করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ' যেভাবে জল ছাড়া হয়েছে, এটা বিগ ক্রাইম। একসঙ্গে কত জল ছাড়া হয়েছে, যা জীবনে হয়নি। এবং আগে হয়েছে কিনা আমি জানি না, ম্যান মেড ফ্লাড আগে বলতাম আমি, সেদিন অনেকে আমাকে সমালোচনা করতেন। এটা ম্যান মেড ফ্লাড। ' এবার আবার তিনি চিঠি লিখলেন প্রধানমন্ত্রীকে।