কলকাতা : ৬ সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া DA-র অন্তত ২৫ শতাংশ। শুক্রবার সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিলেও এখনও রাজ্য সরকারের কোনও প্রতিক্রিয়া মেলেনি। সরকার কি সর্বোচ্চ আদালতে রিভিউ পিটিশন করবে? তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। এই আবহে বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর প্রথম প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকের ডিএ নিয়ে কিছু বলবেন কি না প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, "না, কোর্টের কেসের ব্যাপারে আমি কিছু বলি না। যা করি আইনে করি, আইনত।"
এ প্রসঙ্গে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলেন, "উনি আইনত মানেন না বলেই তো সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। সুপ্রিম কোর্ট বলেছে ইমিডিয়েট ২৫ শতাংশ দিতে হবে। দেওয়া যাতে হয়, উনি তো মুখ্যমন্ত্রী...ওঁর দায়িত্ব। উনি ব্যবস্থা করবেন যাতে কোর্টের অর্ডারকে মান্যতা দেওয়া হয়। উনি কী বললেন সেটা বিষয় নয়। উনি কী করলেন সেটা বিষয়। এটা খুব ভাল যে কোর্টের অর্ডার মেনে নিয়ে উনি ২৫ শতাংশ দিয়ে, বাকি ৭৫ শতাংশ পুরোটাই দিয়ে দেন। কারণ, পুরোটা দেওয়ারই অর্ডার আছে কোর্টের।"
কত দিনে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতে হবে নবান্নকে ? নির্দেশনামায় স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট। যেখানে বলা হয়েছে, আগামী ৬ সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া DA-র অন্তত ২৫ শতাংশ। শুক্রবার বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে, শুনানি চলাকালীন রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিঙভি বলেন, ৫০ শতাংশ বকেয়া DA মিটিয়ে দিতে গেলে বিপুল পরিমাণ টাকার প্রয়োজন হবে। রাজ্য সরকারকে ৪০ হাজার কোটি টাকা মেটাতে হবে। এই বিপুল টাকা দিতে গেলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে।
এরপর বিচারপতি বকেয়া DA-এর ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশ নিয়ে এখনও রাজ্য সরকারের কোনও প্রতিক্রিয়া মেলেনি। সরকার কি সর্বোচ্চ আদালতে রিভিউ পিটিশন করবে ? তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। এনিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ভাস্কর ঘোষ বলেন, "আমরা চাইব যে, রাজ্য সরকার রিভিউ-এ যাকI আমরা রাজ্য সরকারকে অনুরোধ করছি, আপনারা রিভিউ-এ যান। তাহলে এই ২৫%-টা যাতে রিভিউ-এ গেলে পরে ৫০% হয়, তার ব্যবস্থাটা আমরা করব। এটাকে নিয়ে যদি খুব বেশি দিন নীরবতা থাকে, তাহলে খুব সত্বর সুপ্রিম কোর্টের রায়কে যাতে লাগু করানো হয় তার দাবিতে আমরা নবান্ন অভিযানের ডাক দিতে পারি, সংগ্রামী যৌথমঞ্চের পক্ষ থেকে।"