কলকাতা: 'গেরুয়া বিতর্ক' উড়িয়ে এবার অরিজিৎ সিংয়ের (Arijit Singh) পাশে দাঁড়ানোর ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। আজ মুর্শিদাবাদের সাগরদিঘিতে বক্তব্য রাখতে গিয়ে সঙ্গীতশিল্পীর প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী, দিলেন তাঁর নতুন উদ্যোগে পাশে থাকার আশ্বাসও।
অরিজিৎ মুর্শিদাবাদের ছেলে। আজ তাঁর জেলায় দাঁড়িয়েই পাশে দাঁড়ানোর কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আজ বলেন, 'মুর্শিদাবাদ জেলার ছেলে অরিজিৎ খুব ভাল গান করেন। আজকে সারা বিশ্বের গর্ব। অরিজিৎ আমাকে বলেছে দিদি, জঙ্গিপুরে আমি একটি হাসপাতাল করতে চাই। আজকে ওর জেলায় দাঁড়িয়েই আমি বলছি, তুমি হাসপাতাল করো, জঙ্গিপুরে করো বা মুর্শিদাবাদে, যা যা সাহায্য লাগে আমি দেব। অরিজিৎ মা মাটি মানুষের লোক। মাটিতে চলার লোক। দেখবেন, ওঁর কোনও অহংকার নেই। ওঁর নিজের গুণই ওঁর সবচেয়ে বড় অহংকার, অলঙ্কার। এই ধরনের যা যা কাজ হবে আমরা করব।'
আরও পড়ুন: RRR Award: 'সেরা বিদেশি ভাষার ছবি' আরআরআর, রাজামৌলির ঝুলিতে ফের আন্তর্জাতিক পুরস্কার
পঞ্চায়েত ভোটের ( Panchayet Poll ) আগে আজ মুর্শিদাবাদে ( urshidabad ) ঝটিকা সফরে মুখ্যমন্ত্রী ( Mamata Banerjee ) । বেলা সাড়ে ১২টা নাগাদ সাগরদিঘিতে প্রশাসনিক সভায় উঠলেন মঞ্চে। মুর্শিদাবাদ জেলার উন্নয়নে একাধিক প্রকল্পের কথা যেমন বললেন, তেমন তাঁর ভাষণের আগাগোড়া জুড়ে রইল কেন্দ্রের বিরুদ্ধে শাণিত আক্রমণ।
উপভোক্তাদের হাতে বিভিন্ন সরকারি পরিষেবা তুলে দেওয়ার পাশাপাশি, বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি কালে বারবার মুখ্যমন্ত্রী ও তাঁর দলের নেতারা কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনা অভিযোগ তুলেছেন। সোমবারও তার অন্যথা হল না। শুরুতেই প্রসঙ্গ টানলেন ১০০ দিনের কাজের টাকার প্রসঙ্গ।