Auto News: ডিসেম্বরেই এই বিষয়ে আগাম সতর্ক করেছিল কোম্পানি। এবার পরিকল্পনামাফিক কাজ করল মারুতি সুজুকি। আজ থেকে মারুতির গাড়িগুলির দাম আরও বেড়ে গেল। 


Maruti Cars Price Hiked: সব মডেলেরই দাম বাড়ল ?
দেশের সবচেয়ে বড় অটোমোবাইল কোম্পানি মারুতি সুজুকি আজ থেকে তাদের গাড়ির দাম বাড়িয়ে দিয়েছে। আপনি যদি এই কোম্পানির গাড়ি, SUV কিনতে চান, তাহলে আজ থেকেই আপনাকে আরও বেশি খরচ করতে হবে। প্রকৃতপক্ষে স্টক এক্সচেঞ্জে দেওয়া তথ্যে কোম্পানিটি এই ঘোষণা করেছে।


Maruti Cars Price Hiked: আজ থেকে নতুন দাম প্রযোজ্য
মারুতি সুজুকির গাড়ির দাম আজ থেকে কার্যকর হয়েছে। মারুতি সুজুকি স্টক এক্সচেঞ্জগুলিকে দেওয়া তথ্যে জানিয়েছে, কোম্পানির গাড়ির মডেলগুলিতে প্রত্যাশিত ওজনযুক্ত গড় বৃদ্ধি প্রায় ১.১ শতাংশ রাখা হয়েছে। কোম্পানি জানিয়েছে, ২ ডিসেম্বর নিজেই মারুতি এই সম্পর্কে তথ্য দিয়েছে।  আজ থেকে এই বৃদ্ধি কার্যকর হয়েছে, যা অনেকগুলি মারুতি গাড়ির বিভিন্ন মডেলে কার্যকর হবে।


Auto News: এক্স-শোরুম দাম প্রভাবিত হবে
Maruti Suzuki ঘোষণা করেছে যে তার গাড়ির দাম বাড়ানোর সিদ্ধান্ত আজ থেকে কার্যকর করা হয়েছে। এই দাম দিল্লিতে এক্স-শোরুম দামের উপর প্রযোজ্য হবে।


Maruti Cars Price Hiked: ডিসেম্বরেই ঘোষণা করা হয়
মারুতি সুজুকি 2022 সালের ডিসেম্বরে নিজেই জানিয়েছিল যে খরচ বৃদ্ধির কারণে, 2023 সালের জানুয়ারিতে কোম্পানির গাড়ির দাম বাড়তে চলেছে। তবে কোন তারিখ থেকে দাম বাড়ানো হবে এবং কত তারিখে তা সে সময় প্রকাশ করেনি সংস্থাটি।


কেন দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল মারুতি
মারুতি সুজুকি একটি  স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে, মূল্যস্ফীতি বৃদ্ধির কারণে সংস্থাটিতে ব্যয়ের চাপ বেড়েছে। সম্প্রতি,গাড়ির নিয়ন্ত্রক বিধিতেও পরিবর্তন এসেছে। যে কারণে ব্যয়ের চাপ বেড়েছে সংস্থায়। কোম্পানি জানিয়েছে, এই দাম বৃদ্ধি কোম্পানির কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মারুতি সুজুকি জানিয়েছিল যে 2023 সালের জানুয়ারিতে কোম্পানি অনেক মডেলের গাড়ির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।


Maruti Cars: দিল্লির অটো এক্সপোর পরই চলতি বছরে দেশে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটতে পারে ৫ দরজার মারুতি জিমনি এসইউভির।শোনা যাচ্ছে, ভারতের বাজার থেকেই প্রথমে লঞ্চ হবে এই গাড়ির। বর্তমানে তিন দরজার জিমনি তৈরি করে মারুতি। দেশ থেকেই তা বিদেশে রফতানি করা হয়।


আরও পড়ুন ; Post Office Saving Schemes: ৮ শতাংশ সুদ পাবেন এই সরকারি স্কিমে,রয়েছে আরও সুবিধা


Car loan Information:

Calculate Car Loan EMI