হাওড়া: আগামী সোমবার থেকেই পর্যায়ক্রমে চালু হচ্ছে মঙ্গলাহাট। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের চাপের মুখে ঘোষণা মন্ত্রী ফিরহাদ হাকিমের। গত ২০ জুলাই আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় মঙ্গলাহাটের বহু দোকান। পোড়া জঞ্জাল সরিয়ে আজ থেকে সেখানে ব্যবসার কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সকালে গিয়ে ব্যবসায়ীরা দেখেন এখনও সরানো হয়নি মঙ্গলাহাটের পোড়া জঞ্জাল। ব্যবসায়ীদের ক্ষোভের মুখে আজই বৈঠকের সিদ্ধান্ত নেয় ব্যবসায়ী সমিতি। প্রাথমিকভাবে জঞ্জাল সাফ হতে দু-সপ্তাহ সময় লাগবে বললেও শেষপর্যন্ত ব্যবসায়ীদের দাবি মেনে নেন ফিরহাদ হাকিম। ঠিক হয় আগামী সোমবার থেকে পর্যায়ক্রমে কেনা-বেচার কাজ শুরু হবে মঙ্গলাহাটে। 


গত ২০ জুলাই গভীর রাতে মঙ্গলাহাটের একাংশ বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায়।  চার হাজারের বেশি দোকান ভষ্মীভূত হয়ে যায় সেইদিন। পুজোর মুখে এই ভয়ঙ্কর ঘটনায় চরম অনিশ্চয়তার মধ্যে পড়েন হাটের ছোট ছোট ব্যবসায়ীরা। গত ২১ জুলাই বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত মঙ্গলাহাট পরিদর্শন করেন। সেখানে তিনি পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে দেন। জেলাশাসকের নেতৃত্বে সেই কমিটি কাজ  করে। আগে ঠিক হয়েছিল হাটের যে অংশ পুড়ে গিয়েছে, সেখান থেকে যাবতীয় জঞ্জাল সরিয়ে দেওয়া হবে যাতে সোমবার থেকে ছোট ছোট ব্যবসায়ীরা ফের বিক্রিবাটা শুরু করতে পারেন। কিন্তু সোমবার সকালে ব্যবসায়ীরা এসে দেখেন, জঞ্জালের স্তুপ এখনো সরানো হয়নি। সেই কারণে ব্যবসায়ীদের একাংশ ক্ষুব্ধ হন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় শনিবার মহরম এবং রবিবার ছুটি থাকায় ধ্বংসস্তূপ সরানোর কাজ পুরোপুরি শেষ করা যায়নি। হাটের ব্যবসায়ীদের একাংশ দাবি করে, হাটের যে অংশ পুড়ে যায়নি সেখানে তাদের ব্যবসা করার অনুমতি দিতে হবে। কিন্তু পুলিশের পক্ষ থেকে সেই অনুমতি দেওয়া হয়নি। এই নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বচসা হয়। তবে ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা প্রশাসনের পাশে রয়েছেন। তারা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেই জঞ্জাল দ্রুত সরাতে চান। প্রাথমিকভাবে জঞ্জাল সাফ হতে দু-সপ্তাহ সময় লাগবে বলা হয়। পরে ব্যবসায়ীদের চাপে পড়ে মন্ত্রী ফিরহাদ হাকিম ঘোষণা করেন আগামী সোমবার থেকে শুরু হবে চালু হচ্ছে মঙ্গলাহাট। আপাতত  মঙ্গলাহাট পর্যায়ক্রমে শুরু হবে। 


আরও পড়ুন: Independence Day 2023: স্বাধীনতা দিবসের প্রস্তুতি শুরু, বন্ধ একাধিক রাস্তা, কীভাবে পৌঁছবেন গন্তব্যে?