সুকান্ত মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : টেট-দুর্নীতিতে, এই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে! তবে অভিযোগের তালিকা এখানেই শেষ নয়। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে, মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে আরও মারাত্মক অভিযোগ তুলেছেন তাঁর ঘনিষ্ঠ তাপস মণ্ডল। 


এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকার তাপসের বোমা !
মানিক-মামলায় এখন ED’র প্রধান হাতিয়ার তারই ঘনিষ্ঠ তাপস মণ্ডল। আর সেই তাপস মণ্ডলই ( Tapas Mondal ) এবিপি আনন্দকে ( ABP Ananda )  দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে, প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি সভাপতি সম্পর্কে চাঞ্চল্যকর দাবি করলেন!  মানিক ভট্টাচার্যকে ( Manik Bhattacharya )  হেফাজতে চাওয়ার সময় ED’র আইনজীবী আদালতে বলেছিলেন,  মানিক ভট্টাচার্যের ছেলের সংস্থার অ্যাকাউন্টে ২ কোটি ৬৪ লক্ষ টাকা পাওয়া গেছে। ২০১৮ সালে, বেশ কয়েকটি সংস্থার সঙ্গে চুক্তি বাবদ এই টাকা নেওয়া হয়। কিন্তু, টাকা নেওয়ার পর কোনও কাজ হয়নি। এবার এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে সেই প্রসঙ্গেই আরও খোলসা করে, বিস্ফোরক তথ্য সামনে আনলেন মানিক ভট্টাচার্যর একদা ঘনিষ্ঠ তাপস মণ্ডল। 


আরও পড়ুন: Jhalda Municipality: তৃণমূলের কি হাতছাড়া ঝালদা ? কাউন্সিলরের 'দল ছাড়া' নিয়ে জল্পনা তুঙ্গে


তাঁর দাবি, 'পর্ষদের অফিসের পাঁচতলায় একটি এজেন্সি কাজ করত। তারাই এই ছাত্র-ছাত্রী ভর্তির বিষয়ে সব দেখত। যাদের ঠিক করে দিয়েছিল সভাপতি হিসেবে মানিকবাবুই।' তাঁর আরও দাবি, নিজে টাকা নেওয়ার পাশাপাশি, তৃণমূল বিধায়ক এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য নিজের পদ এবং প্রভাবকে কাজে লাগিয়ে, ছেলেরও আয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন!  কীভাবে ?তাপসের দাবি, ' কলেজগুলোর পরিকাঠামোগত উন্নয়নের জন্য একুয়ার্স সল্যুশন কন্সালটেন্সি pvt ltd নামে একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সব কলেজ কে তারা সেই পরিষেবা দেয়নি। সেই বাবদ টাকা চেকে মেটানো হয়েছে। পরে শুনেছি সেটা মানিকবাবুর ছেলে সৌভিকের। এছাড়াও educlass online এর সঙ্গেও চুক্তি হয়েছিল online পড়াশোনার জন্য। ছাত্র পিছু ৫০০ টাকা করে online ক্লাস করিয়েছিল এই সংস্থা। সেই টাকাও চেকে দেওয়া হয়েছে। সেটাও পরে শুনেছি সৌভিকের। আমি আগে জানতাম না।'


মানিক ভট্টাচার্য আপাতত জেল হেফাজতে। আর ইডি সূত্রে দাবি, মানিকের ঘনিষ্ঠ তাপস মণ্ডলের দেওয়া তথ্যকেই তারা মানিকের বিরুদ্ধে অস্ত্র করতে চলেছে।