কলকাতা: এজলাসে বসে কথা বলছিলেন মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ও ছেলে সৌভিক। তা নজরে পড়তেই কড়া ধমক দিলেন ইডি-র বিশেষ আদালতের বিচারক। সূত্রের খবর, তিনি বলেছেন, ''অনেক কথা বলছেন, এরকম করলে পুলিশকে ডেকে হাজতে পাঠিয়ে দেব'। মানিকের স্ত্রী ও ছেলেকে ভর্ৎসনা বিচারকের।


বিদেশ সফর নিয়ে প্রশ্ন:
বিদেশ সফর নিয়েও প্রশ্নের মুখে মানিক ভট্টাচার্যের ছেলে। তদন্তকারী সংস্থা ইডির দাবি, বিদেশে সফর নিয়ে তথ্য গোপন করেছেন মানিক-পুত্র সৌভিক। 'অভিবাসন দফতরে দেওয়া সৌভিকের বয়ানের সঙ্গে ইডি-র কাছে দেওয়া বয়ান মিলছে না। ২০১৭-র মে ও জুলাই মাসে ২ বার লন্ডন যান মানিক-পুত্র সৌভিক। প্রথমে লন্ডন যাত্রার কথা গোপনের চেষ্টা করেন সৌভিক। পাসপোর্ট দেখিয়ে জিজ্ঞাসা করলে লন্ডন যাত্রার কথা ভুলে গিয়েছিলেন বলে দাবি করেন। পরে দাবি করেন পড়াশোনার কারণে লন্ডন গিয়েছিলেন মানিক-পুত্র। যদিও অভিবাসন দফতরে জানিয়েছিলেন লন্ডন-যাত্রা 'রেসিডেন্সিয়াল পারপাসে', দাবি ইডির। কেন তথ্য গোপন করেছিলেন সৌভিক, জানতে চাইছে ইডি, খবর সূত্রের।


আজ নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মানিক ভট্টাচার্যর স্ত্রী, ছেলে ও মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের ইডি-র মামলায় আত্মসমর্পণ করেন। জামিন-আবেদনের শুনানি চলছে নগর দায়রা আদালতে। ইডি-র দাবি, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর স্ত্রী শতরূপার সঙ্গে মৃত ব্যক্তির অ্যাকাউন্ট রয়েছে। সেখানে মানিক-পুত্র সৌভিকের দুটি সংস্থার অ্যাকাউন্টে চাকরি-বিক্রির টাকা ঢুকেছিল। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন মানিক। গত রবিবার মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকেও গ্রেফতার করে সিবিআই। 

আরও একটি নাম:
নিয়োগ দুর্নীতি মামলায় এবার যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের মুখে উত্তরবঙ্গের প্রভাবশালী রাজনৈতিক নেতার নাম। ওই নেতার PA-র অ্যাকাউন্ট থেকে ৩৯ লক্ষ টাকা জমা পড়েছে গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের স্ত্রীর সংস্থার অ্যাকাউন্টে।  সিবিআইয়ের জেরায় বিস্ফোরক দাবি করলেন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। সিবিআই সূত্রে খবর, গতকাল গোপালের মুখোমুখি বসে জেরায় কুন্তল দাবি করেন, চাকরি-বিক্রির ৬১ লক্ষ টাকা জমা পড়েছে মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের স্ত্রীর সংস্থার অ্যাকাউন্টে। এর মধ্যে ৩৯ লক্ষ টাকা এসেছে উত্তরবঙ্গের প্রভাবশালী রাজনৈতিক নেতার PA-র ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। সিবিআইয়ের দাবি, বিভিন্ন জায়গা থেকে এই টাকা জমা পড়েছিল। টাকার উৎস কী, তা জানতে আজ ফের গোপাল দলপতিকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। 


আরও পড়ুন: পাহাড়ে ১২ ঘণ্টা বন‍্ধের ডাক, ধর্মঘট আটকাতে তৎপর প্রশাসন