সোমনাথ মিত্র, হুগলি: হুগলির পাণ্ডুয়ায় (Pandua Shoot Out) গাড়ি চালককে গুলি করে খুনের অভিযোগে একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের বাড়ি বিহারের আরা জেলায়। অভিযোগ, গতকাল সকালে জনবহুল জিটি রোডে গাড়ি থামিয়ে চালক উদয়ন বিশ্বাসকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ৪ দুষ্কৃতী। গাড়ি ছিনতাই করে পালানোর সময়, খন্ন্যানের কাছে পুলিশ পথ আটকায়। এক দুষ্কৃতী ধরা পড়লেও, বাকিরা পালিয়ে যায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অপরাধমূলক কাজের জন্যই গাড়ি ছিনতাই করা হয়েছিল। এই ঘটনায় ছিনতাই ও খুনের মামলা রুজু হয়েছে।
গাড়ি চালককে খুনের ঘটনায় গ্রেফতার: ড্রাইভারকে গাড়ি থেকে নামিয়ে, রাস্তার ওপর শ্যুটআউট। বুকে, মাথায় পরপর এলোপাথাড়ি গুলি। হুগলির পাণ্ডুয়ায় হাড়হিম করা হত্যাকাণ্ড। মঙ্গলবার সকালে আর পাঁচটা দিনের মতোই, গাড়ি নিয়ে বর্ধমান স্টেশনের বাইরে দাঁড়িয়েছিলেন, বর্ধমানের নাড়ি এলাকার বাসিন্দা, পেশায় গাড়ি চালক উদয়ন বিশ্বাস। স্থানীয় সূত্রে খবর, ট্রেন থেকে নেমে, ৪ জন ব্য়ান্ডেল যাবে বলে ভাড়া গাড়ি খুঁজছিল। এরপর ৩ হাজার ৩০০ টাকায় উদয়নের সঙ্গে রফা হয়।
বর্ধমান স্টেশন থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে, হুগলির পাণ্ডুয়ার বোড়াগড়ি এলাকায় জিটি রোডের ওপর আচমকা থমকে যায় স্করপিও গাড়িটির চাকা। ঘড়ির কাঁটায় তখন প্রায় সকাল পৌনে ৮টা। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকা পরপর গুলির শব্দ শোনা যায়। তাঁরা দৌড়ে এসে দেখেন, রাস্তার মাঝখানে পড়ে রয়েছেন এই ব্য়ক্তি। রক্তে ভেসে যাচ্ছে শরীর। মাথায়, বুকে একাধিক গুলির ক্ষত। আর সেই সময়ই পালিয়ে যাচ্ছে একটি সাদা স্করপিও গাড়ি। আশঙ্কাজনক অবস্থায় পাণ্ডুয়া হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। ঘটনার পরই বিভিন্ন রাস্তায় নাকা চেকিং শুরু করে পাণ্ডুয়া থানার পুলিশ। শ্য়ুটআউটের ১ ঘণ্টার মধ্যেই, ঘটনাস্থল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে, খন্য়ান থেকে গাড়িটি আটক করে তাঁরা। তবে, গাড়িতে থাকা ৪ দুষ্কৃতীর মধ্যে ৩ জন পালিয়ে যায়। ১ জনকে আটক করে পাণ্ডুয়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ৪ দুষ্কৃতী বিহারের ভোজপুরের আরার বাসিন্দা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সম্ভবত গাড়িটি ছিনতাইয়ের ছক ছিল দুষ্কৃতীদের। সেই গাড়ি নিয়ে হয়ত বড় কোনও অপরাধের পরিকল্পনা ছিল। ড্রাইভার গাড়ি ছিনতাইয়ে বাধা দেওয়াতেই খুন বলে প্রাথমিকভাবে অনুমান। আটক দুষ্কৃতীকে জিজ্ঞাসাবাদ করে, বাকি ৩ অভিযুক্তের খোঁজ শুরু করেছ পুলিশ। এদিন আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।
আরও পড়ুন: Child Death: কুলতলিতে ৫ বছরের শিশুর মৃত্যু ঘিরে রহস্য, আটক ৩