কলকাতা: লজ্জায় মাথা হেঁট করেছে মণিপুরের ঘটনা (Manipur Violence)। ক্ষোভে ফুঁসছে গোটা দেশ (India)। এবার এই বর্বরতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ঘটনার তীব্র নিন্দা করে নিজের ট্যুইটারে একটি বিবৃতি প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee Twitter)। পাশাপাশি বিচারের দাবিতেও সরব হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার তিনি ট্যুইটারে লিখেছেন,  'মণিপুরের ভয়ঙ্কর ভিডিওটি যেখানে দুই মহিলার সঙ্গে নির্মম অত্যাচার করা হয়েছে তা অত্যন্ত হৃদয়বিদারক। নারীদের উপর যে হিংস্র আচরণ হয়েছে তা ভাষায় প্রকাশযোগ্য নয়। এই বর্বরতা সবকিছুর ঊর্ধ্বে। বিচারের দাবিতে এবং এই অমানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে'। 






১৯ জুলাই হিংসা-জর্জরিত মণিপুরে (Manipur) নারী-নিগ্রহের ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠেছে গোটা দেশ। ক্ষোভে ফুঁসছেন সকলেই। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে প্রথমে গণধর্ষণ (Gangrape), তার পর সম্পূর্ণ নগ্ন করে (Naked) রাস্তায় হাঁটানোতেই (Women Paraded)। এখানেই শেষ নয়, নির্যাতিতারা যখন রেহাইয়ের আর্জি জানিয়ে কাঁদতে কাঁদতে হাঁটছেন, তখনও তাঁদের 'শ্লীলতাহানি' চলেছে। এই ঘটনায় আলোড়িত গোটা দেশ, রাজনৈতিক মহল থেকে বিনোদন দুনিয়া, এ নিয়ে একে একে সরব হয়েছেন প্রায় সকলেই। এবার শোক প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  


মণিপুরের (Manipur Violence) ঘটনায় মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi)। আজ বাদল অধিবেশন (Monsoon Budget Session) শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মণিপুর হিংসার ঘটনায় শোকপ্রকাশ করেন মোদি। মণিপুরের ঘটনায় সারা দেশবাসী লজ্জিত। 'মণিপুরে যা হচ্ছে তার জন্য আমি ব্যথিত। আমার হৃদয় ভারাক্রান্ত।' মণিপুরের মেয়েদের সঙ্গে যা হচ্ছে তা কখনও মাফ করা হবে না। কড়া আইনি পদক্ষেপের আশ্বাস প্রধানমন্ত্রীর।


উল্লেখ্য মণিপুরে নারী-নিগ্রহের (Naked Woman Being Paraded) ভয়ঙ্কর ভিডিও ভাইরাল (Manipur Viral Video Incident) হওয়ার ১ দিন পর গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে (Main Accused Arrested)। ঘটনাটি অবশ্য় আড়াই মাসের পুরনো। সে ক্ষেত্রে প্রশ্ন থেকেই যাচ্ছে, এত দিন কী করছিল মণিপুর প্রশাসন? এত পরে তদন্ত করে ঠিক কতটা তথ্যপ্রমাণ জোগাড় করা সম্ভব? মণিপুরে মুখ্য়মন্ত্রী এন বীরেন সিংহের অবশ্য় দাবি, অপরাধীদের প্রত্যেকের যাতে মৃত্যুদণ্ড-সহ সর্বোচ্চ শাস্তির ব্য়বস্থা করা যেতে পারে, তা নিশ্চিত করা হবে।